ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ : রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে সহায়তা হিসাবে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে দেশটির পশ্চিমা মিত্ররা। ইউক্রেনের জন্য প্রতিশ্রুত ২ দশমিক ২ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র ও গোলাবারুদ সহায়তা প্যাকেজের আওতায় শব্দহীন রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। আর জার্মানি লেপার্ড-টুর পাশাপাশি লেপার্ড-ওয়ান ট্যাঙ্ক দেবে।
বিজ্ঞাপন
ফ্রান্স ও ইতালিও নতুন অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখতে পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক অস্ত্র সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর প্রেক্ষিতে ইউক্রেনকে রকেট-চালিত শব্দহীন বোমা, ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ছোট-ব্যাসের বোমা দেবে যুক্তরাষ্ট্র। এই বোমা ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। যা রাশিয়ার মূল সরবরাহ লাইন, অস্ত্র সংরক্ষণাগার এবং ফ্রন্টলাইনের পেছনে সক্রিয় বিমান ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলতে পারে।
বিজ্ঞাপন
এসব অস্ত্র পেলে রুশ অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল এবং অধিকৃত ক্রিমিয়ার উত্তর অংশের যেকোন স্থানে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে জেলেনস্কি বাহিনী। জার্মানি ইউক্রেনে ১৪টি অত্যাধুনিক লেপার্ড-টু ট্যাঙ্কের পাশাপাশি ৮৮টি লেপার্ড-ওয়ান ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। যত দ্রুত সম্ভব এগুলো কিয়েভে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বিমান হামলা থেকে বেসামরিক নাগরিক এবং অবকাঠামো রক্ষায় ফ্রান্স এবং ইতালি মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দেবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, এসব অস্ত্র রাশিয়ার আক্রমণ থেকে হাজার হাজার জীবন রক্ষায় সহায়তা করবে।
বিজ্ঞাপন\
অন্যদিকে, শুক্রবার কিয়েভে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনের ইইউতে যোগদান নিয়ে আলোচনা হয়। এ নিয়ে এ বছরই আলোচনা শুরু হতে পারে।