বিমান ইজারায় ১১শ’ কোটি টাকা আত্মসাৎ, ২৩ জনের বিরুদ্ধে মামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ : মিশর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ইজারা নেয়ার খাতে ১১শ’ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন– দুদক। এ ঘটনায় বিমানের পরিচালক, প্রধান প্রকৌশলী এবং মহাব্যবস্থাপকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) দুদকের উপপরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে তদন্ত দল তাদের বিরুদ্ধে মামলা করেছে বলে জানা গেছে। মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি ইজারা নিয়েছিল বিমান।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও।

বিজ্ঞাপন

উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আবারও ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। পরে ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। সেই ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। তবে কোনও সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সে কারণে ইজিপ্ট এয়ার এবং মেরামতকারী কোম্পানি- উভয়কেই অর্থ দিতে হয়েছে বিমানকে।

বিজ্ঞাপন

দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমান ১১শ ৬১ কোটি টাকা করে ভর্তুকি ক্ষতি হয় রাষ্ট্রের।