ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নেত্রকোনা প্রতিনিধি,শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ : নেত্রকোনায় রেজিস্ট্রি ও সাবরেজিস্ট্রি অফিসগুলোয় অবাধে জাল দলিল তৈরি করছেন দলিল লেখকদের একটি চক্র। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
Advertisement
জাল দলিল নিয়ে একে অপরের মাঝে তৈরি হচ্ছে হিংসা ও প্রতিহিংসা। ঘটছে হেনস্তাসহ মারামারির ঘটনাও। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। দ্রুত জালিয়াত চক্রের লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনার দাবি করছেন জেলার সাধারণ জনগণ।
Advertisement
খোঁজ নিয়ে দেখা যায়, নেত্রকোনা জেলার মদন সাবরেজিস্ট্রি অফিসে অবাধে চলছে জাল দলিল তৈরি। এর সঙ্গে সরাসরি জড়িত দলিল লেখকদের একটি চক্র। কিছুদিন পূর্বে মদন পৌর এলাকার জাহাঙ্গীরপুর গ্রামে ভুয়া নাম ব্যবহার করে তৈরি করা হয় জাল দলিল। একই উপজেলার মহড়া গ্রামে এমন আরো একটি ঘটনা ঘটেছে।
এ নিয়ে জাল দলিল তৈরি চক্রের সঙ্গে জড়িত দলিল লেখকদের লাইসেন্স বাতিলের দাবিতে অভিযোগ দায়ের করে দলিল লেখক সমিতির সভাপতি ও সদস্যরা।
Advertisement
মদন দলিল লেখক সমিতিরে সভাপতি আল মামুন আকন্দ রিপন বলেন, যখন আমাদের দলিল লেখক সমিতির একটি সিন্ডিকেট জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত হলো তখন আমরা মানুষকে হয়রানি থেকে রক্ষার জন্য চক্রের সদস্যদেরকে সমিতি থেকে বহিষ্কার করেছি। অফিসের মান ক্ষুণ্ণ করায় তাদেরকে অফিস থেকেও বহিষ্কার করেছি। তাদের লাইসেন্স বাতিলের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অভিযোগ দায়ের করেছি।