দিনে-দুপুরে ব্যাংকের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুর প্রতিনিধি,শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ : রংপুরে দিনে-দুপুরে ব্যাংকের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার জুম্মার নামাজের পর এই ঘটনা ঘটেছে হারাগাছ ডাচ-বাংলা এজেন্ট বাংকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে ছিলেন। জুম্মার নামাজের পরে বিকেলে তারা ব্যাংকে এসে দেখেন ব্যাংকের তালা ভাঙা। এ সময় কর্মকর্তারা ব্যাংকে ঢুকে দেখতে পান ব্যাংকের ভল্ট থেকে চার লাখ টাকা চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরে পুলিশ আসে।

Advertisement

সিসিটিভির ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুই যুবক মোটরসাইকেলে এসে ব্যাংকের তালা ভেঙে ভিতরে ঢুকছেন। ধারণা করা হচ্ছে, ওই দুই যুবকই ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে।

Advertisement

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।