যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নয় ‘এয়ারশিপ’ ঢুকেছিল, চীনের দুঃখ প্রকাশ (ভিডিও)

SHARE

https://youtu.be/sQW_YRoGJAQ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ : যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নয় ‘এয়ারশিপ’ প্রবেশ করেছিল বলে স্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিতভাবে চীনের আকাশসীমা ছেড়ে মার্কিন আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র যে বস্তুটিকে নজরদারি বেলুন বলে সন্দেহ প্রকাশ করেছে সেটি আসলে একটি এয়ারশিপ। যা মূলত গবেষণার কাজে ব্যবহার করার জন্য আবহওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে আর বলা হয়েছে, এয়ারশিপের স্টিয়ারিং সক্ষমতা বা বাঁক বদলের সক্ষমতা সীমিত হওয়া তা প্রবল বাতাসের কারণে মূল গতিপথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছে যায়।

এর আগে, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছিল, তার তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করা চীনা একটি গোয়েন্দা বেলুনের ওপর নজর রাখছে। জননিরাপত্তা বিবেচনায় সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়নি।

এর ওপর নজর রাখতে এবং এর গতিপথ ট্র্যাক করতে একাধিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কখনো মানুষবাহী যুদ্ধবিমান, আবার কখনো মানুষবিহীন ড্রোন ব্যবহার করা হচ্ছে। বেশ উঁচু দিয়েই বেলুনটি উড়ে যাচ্ছে। নিরাপত্তার কারণে গত বুধবার (১ ফেব্রুয়ারি) মন্টানার বিলিংস লোগান বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়।
Advertisement


পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘বেলুনটি বর্তমানে বাণিজ্যিক বিমান চলাচল রুটের অনেক ওপর দিয়ে ভ্রমণ করছে। মাটিতে থাকা মানুষ বা স্থাপনার জন্য এটি সামরিক বা শারীরিক কোন হুমকিও সৃষ্টি করছে না। গত কয়েক বছরে এ ধরনের আরো বেলুন দেখা গেছে।’

পেন্টাগনের দাবি, একবার এমন একটি বেলুন শনাক্ত হওয়ার পর মার্কিন সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, যাতে কোনো সংবেদনশীল তথ্য এটি সংগ্রহ করেত না পারে।