ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়েরের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
Advertisement
সোমবার (২৩ জানুয়ারি) অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন।
Advertisement
এর আগে সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভাটারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে দুই সপ্তাহ আগে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালটিতে ভর্তি হয় নাদিয়া। ক্লাস করতে এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের ফতুল্লা বাসা ছেড়ে উত্তরার একটি মেসে ওঠেন।
রোববার ক্লাস না থাকায় এক বন্ধুর সঙ্গে তার মোটরসাইকেলে করে বই কিনতে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া। পথে প্রগতি সরণীতে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস।
এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। বাসটি চাপা দিয়ে ঘটনাস্থলেই নাদিয়ার মৃত্যু হয়।
ওই দিন স্থানীয়রা ঘাতক বাস জব্দ করলেও পালিয়ে গিয়েছিলেন এর চালক ও সহকারী। পরে সোমবার (২৩ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তরা হলেন- চালক মো. লিটন (৩৮) ও তার সহকারী মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।
ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রোববার (২২ জানুয়ারি) এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।