পাঠ্যবইয়ে ভুলের তুলনায় প্রচার বেশি: শিক্ষামন্ত্রী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ : পাঠ্যবইয়ে ভুল বা নকলের অভিযোগ স্বীকার করে তা সংশোধনের প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে তার অভিযোগ, ভুলের তুলনায় এ নিয়ে প্রচার হচ্ছে বেশি। তিনি বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিত। এসব ছোটখাটো ভুলের জন্য পুরো শিক্ষাক্রম নিয়ে অনাস্থা সৃষ্টির কোন সুযোগ নেই। পাঠ্যবই নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি ক্ষমার অযোগ্য অপরাধ।

Advertisement

পহেলা জানুয়ারি পাঠ্যবই হাতে আসার পর কাগজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নবম ও দশম  শ্রেনীর পাঠ্য বইতে তথ্যের ভুল নিয়েও আলোচনা হয়েছে। তবে সব আলোচনাকে ছাপিয়ে বড় হয়েছে সপ্তম শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়ে প্লেইজারিজম বা চৌর্যবৃত্তির অভিযোগ।

আবার ইংরেজি ভার্সনের বইয়ে গুগল অ্যাপের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি করে অনুবাদ করে ছাপিয়ে দেয়া হয়েছে। অভিযোগ আছে বইয়ে তথ্য ও ছবি ব্যবহারে অনুমোদন নেয়া হয়নি। ষষ্ঠ সপ্তমে নতুন পাঠ্যক্রম, এখনো সব শিক্ষার্থীর হাতে পৌঁছেনি বই। সেই সঙ্গে যুক্ত হয়েছে তথ্য ভুল ও নকলের অভিযোগ। সবমিলিয়ে শিশু শিক্ষার্থীদের বই নিয়ে হযবরল অবস্থা।

তবে রোববার (২২ জানুয়ারি) রাজধানীর বীর শ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ইথিকস এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে ভুলের তুলনায় অপপ্রচার বেশি হচ্ছে। জানান, ভুলের সংশোধনী দেয়া হবে।

তিনি আরও বলেন, যখনই যে ভুল চিহ্নিত হচ্ছে এবং হবে সঙ্গে সঙ্গে তা সংশোধন করে আমরা সকল শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের প্রক্রিয়াকে আরও কত বেশি নির্ভুল করা যায়, সেজন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, কোনো এক জায়গা থেকে প্যারাগ্রাফ নিয়েছে, কিন্তু সূত্র উল্লেখ নেই। কোনো কিছু নিলে অনুমতি নিতে হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল থেকে নিলে সেটা বলা উচিত ছিলো সেখান থেকে নিয়েছি। সেটি হয়নি, সেটি একটি বড় ভুল। তার মানে এই নয় যে আমাদের পুরো শিক্ষাক্রম খারাপ কিংবা বইটি খারাপ।

তিনি বলেন, যে ভুলটি হয়েছে সেটি অসতর্কতার কারণে হয়েছে। অনেক লেখক লেখেন। যিনি লিখেছেন তিনি হয়ত সতর্ক ছিলেন না। একটি জায়গায় একটি ব্যত্যয় ঘটে গেছে। সেটি সংশোধন করে নিতে হবে। এছাড়া অন্য বিষয় বা ছবি নিয়ে অস্বস্তি থাকতে পারে।

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, যেগুলো বইয়ে কনো ভুল নেই সেগুলো নিয়ে মানুষকে উসকে দিয়ে একটি অসহিষ্ণু, অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে যারা, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। কোনটা অসৎ উদ্দেশ্য নিয়ে করা আর কোনটি ভুল। ভুল থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে স্বীকার করে নিয়ে সংশোধন করে নেবো। কিন্তু আমরা যেন অন্যায় না করি।

Advertisement

শিক্ষায় নৈতিকতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার যেমন নিজের মত ও পথের অধিকার আছে, তেমনি অন্যের ভিন্ন মত ও পথেরও অধিকার আছে। অন্যেরও ভিন্ন মত অবলম্বন করার এবং বাঁচার অধিকার আছে। এটাকে আমি নেবো এবং ভিন্ন মত ও পথের প্রতি সম্মান করবো, সেটি মেনে নিতে পারাইটাই পরমতসহিষ্ণুতা। মানুষ হিসেবে মানবিকতাবোধ থাকতে হবে। যা বলি তা যেন স্বচ্ছ হয়। শৃঙ্খলাবোধ থাকতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে দীপু মনি বলেন, বইপড়া আসলেই খুব জরুরি। পাঠ্য বইয়ে বই পড়ার আনন্দ থাকে না। সারা দেশে আমাদের সকল শিক্ষার্থীর মধ্যে এই বই পড়ার অভ্যাস, পাঠ্য বইয়ের বাইরের বই পড়ার মাধ্যমে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তিকে বাড়িয়ে তোলা, মনকে আলোকিত করার সেই কাজটি যেন আমরা সকল শিক্ষার্থীকে নিয়ে করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা এবং এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবো।