আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরিফে অবস্থিত ভারতীয় কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় কনস্যুলেটের কেউ হতাহত হননি বলে ওই কনস্যুলেট থেকে জানানো হয়। রোববার রাতে এই হামলা চালানো হয়।
বিবিসির খবরে বলা হয়, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ীও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।
উল্লেখ্য, এটি আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে হামলার প্রথম ঘটনা নয়। এর আগে ২০০৮ ও ২০০৯ সালেও কাবুল দূতাবাসে হামলার ঘটনা ঘটে। সে সময় অনেক হতাহতের ঘটনা ঘটে।