তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক যেন ট্রাক টার্মিনাল! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ : নানান বিপত্তির পর দখলমুক্ত হয়েছিল ঢাকার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের সামনের সড়ক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফের পুরনো চেহারায় রাজধানীর ব্যস্ততম এই সড়কটি। ট্রাকের দখলে সেখানকার সব রাস্তা। পথচারীরা ভোগান্তিতে পড়লেও চালকদের সেদিকে নজর নেই। যত্রতত্র ট্রাক রেখে দেওয়া হয়েছে।

ট্রাক-মালিকরা বলছেন, টার্মিনাল তৈরি হলে তারা রাস্তার দখল ছেড়ে দেবেন। অন্যদিকে সিটি করপোরেশন বলছে, সমন্বয়ের অভাবে এখনই তৈরি হচ্ছে না টার্মিনাল।

ADVERTISEMENT

২০১৫ সালের ২৯ নভেম্বর শ্রমিকদের বাধার মুখেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অনড় অবস্থানের কারণে দখলমুক্ত করা যায়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়ক। দখলমুক্ত করা হয়, আশপাশের সংযোগ সড়কগুলোও। ঘোষণা আসে অত্যাধুনিক ট্রাকটার্মিনাল তৈরি করে তেজগাঁও এলাকার সড়ক পার্কিংমুক্ত থাকবে।

তবে রাস্তার বর্তমান চিত্র বলছে, একেবারেই সরানো যায়নি ট্রাক। তদারকির অভাবে আবারও রাস্তায় পার্কিং করা হচ্ছে। এতে করে রাস্তা যেমন সংকুচিত হয়ে যাচ্ছে, তেমনি এ পথে চলাচলকারী অন্য যানবাহনগুলোও সমস্যায় পড়ছে। আশপাশের সংযোগ সড়ক পুরোটায় ট্রাকের দখলে। এমনকি রিক্সার জন্য লেন করা হলেও ফাঁকা নেই জায়গা। প্রবেশ কিংবা বের হওয়ার পথেও রাখা হয়েছে ট্রাক। ফলে ভোগান্তিতে পড়ছেন অফিস ও স্কুলগামীরা।

শ্রমিকদের দাবি, গাড়ির তুলনায় পার্কিংয়ের জায়গা কম থাকায় রাস্তায় ট্রাক রাখতে বাধ্য হয়েছেন তারা।

তবে স্থানীয়দের দাবি, ট্রাক চালকদের যথেচ্ছাচার ও কর্তৃপক্ষের নজরদারির অভাবে তেজগাঁও শিল্প এলাকার রাস্তা বারবার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলে পুরনো সৌন্দর্য আবারও ফিরে পাবে এই শিল্প এলাকা।

ADVERTISEMENT

তবে এখনই কোনও সমাধান দিতে পারছে না ঢাকা উত্তর সিটি করপোরেশন। ট্রাক চালকদের যথেচ্ছাচার ও কর্তৃপক্ষের নজরদারির অভাবে তেজগাঁও শিল্প এলাকার রাস্তা বারবার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সড়ক দখলের কথা স্বীকার করলেন বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তালুকদার মো. মনির। তিনি জানালেন, স্থায়ী টার্মিনাল তৈরি না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা জানান, ট্রাক টার্মিনালের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।