ঢাকায় হলিডে মার্কেটের যাত্রা শুরু, হবে সব ওয়ার্ডে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে যাত্রা শুরু হলো হলি ডে মার্কেটের। তবে এবার হকারদের জন্য নয়, মূলত দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়েই এই আয়োজন।

ADVERTISEMENT

জানা যায়, মূলত এলাকাভিত্তিক মার্কেট আর শপিংমলগুলোর বন্ধের দিনে ফুটপাতের হকারদের জন্য একটি রাস্তা বরাদ্দ করে তাদের ব্যবসার সুযোগ করে দেয়াই ছিলো হলিডে মার্কেটের মূল উদ্দেশ্য। কিন্তু এবার দেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ঢাকা উত্তরে শুরু হলো হলি ডে মার্কেট।

অনলাইনে কিংবা দেশের বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেন এমন উদ্যোক্তাদের জন্য রাজধানীর আগারগাও এ প্রতি শুক্র আর শনিবার চলবে এই মার্কেটের কার্যক্রম।দুইদিনের জন্য তাদের ফি গুণতে হবে পাঁচ হাজার টাকা। সাপ্তাহিক ছুটির দুইদিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই হলিডে মার্কেট। অংশ নেবেন ১০০ উদ্যোক্তা।

আগারগাঁওয়ের আইসিটি সড়কের উত্তর ও দক্ষিণ পাশে গাড়ি রাখার বিস্তৃত জায়গায় ১০০টি স্টল থাকছে হলিডে মার্কেটে। সিএমএসএমই উদ্যোক্তারা যেখানে তাদের পসরা সাজিয়ে বসবেন।

ADVERTISEMENT

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের আইসিটি রোডে এই ‘হলিডে মার্কেট’ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মার্কেট সুন্দরভাবে চালিয়ে নিতে উত্তর সিটির কর্পোরেশনের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই যেন এর মিস ম্যানেজমেন্ট না হয়। আর এর পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনা করার উদ্যোগ নিতে হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে।

তিনি বলেন, হলিডে মার্কেটে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে উদ্বোধনী আয়োজনে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দেন, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডেই হলিডে মার্কেট চালু করা হবে।

উদ্বোধনী দিনে মার্কেট ঘুরে দেখা যায়, কুটিরশিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে দোকান সাজিয়েছেন। চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, হোমডেকর পণ্য রেখেছেন দোকানির। এছাড়া অর্গানিক কৃষিপণ্য, পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য পণ্য এবং পানীয়ও রেখেছেন কেউ কেউ । সেই সঙ্গে আছে নার্সারিও।