ঘন কুয়াশা থাকবে আরও তিনদিন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ : শৈত্যপ্রবাহের দাপটে কয়েকদিন ধরে শীতে কাঁপছে গোটা দেশ। ১৭টি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানের ঘন কুয়াশা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ADVERTISEMENT

রোববার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আর সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা আর যশোরে সাত দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

ADVERTISEMENT

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবারের (১২ জানুয়ারি) পর ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তখন থেকেই ঘন কুয়াশা কাটবে। সারাদশের নৌ ও সড়ক পথে ৫০০ মিটার পর্যন্ত দৃষ্টিসীমা থাকতে পারে তাই সবাইকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন তিনি।

ADVERTISEMENT

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

রাজধানীসহ দেশের মানুষ সবাই শীত নিবারণের জন্য একাধিক গরম কাপড় মুড়িয়ে কর্মস্থলের উদ্দেশ্যে ঘরের বাইরে বের হয়েছেন। রোববার সাপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীর সড়কগুলোতে সকালেই মানুষের উপস্থিতি ছিল বেশি। স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস সবই খোলা। ফলে বাইরে বেরিয়ে প্রত্যেকেই ভুগছেন শীতের তীব্রতায়।

ADVERTISEMENT

দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে। উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

ADVERTISEMENT