ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ : রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর জামায়াত গণমিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ শুরু হয়।
এতে পুলিশের কয়েকজন সদস্যসহ জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ADVERTISEMENT
শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর এই সংঘর্ষ হয়। ঘটনার পর জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বায়তুল মোকাররম থেকে জামায়াত মিছিল করার জন্য গতকাল পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় তারা সেখান থেকেই মিছিল করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা ছিল। কিন্তু মৌচাক বা মালিবাগ এলাকায় তারা মিছিল করতে পারে এমন ধারণা ছিল না।
জুমার নামাজের পর হঠাৎ মালিবাগ এলাকায় মিছিল বের করতে চায় জামায়াত কর্মীরা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশও জামায়াত কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। মিছিল থেকে আটক করা হয় জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে।
ADVERTISEMENT
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) শাহেন শাহ মাহমুদ সাংবাদিকদের বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সঙ্গের মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিলে বের হওয়ার অনুমতি দেয়া হয়নি। রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।