প্রধানমন্ত্রীকে প্রথম যাত্রী হিসেবে পেয়ে গর্বিত: মেট্রোরেল চালক মরিয়ম

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ : আধুনিক গণপরিবহন যুগে প্রবেশ করল বাংলাদেশ। আনুষ্ঠানিক চলা শুরু করল স্বপ্নের মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে ট্রেন ছাড়ার নির্দেশনামূলক সবুজ পতাকা উড়িয়ে এর যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরে দ্বিতীয় ট্রেনে দুই শতাধিক যাত্রী নিয়ে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়ে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পৌঁছান প্রধানমন্ত্রী। প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী সহ অনেকে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে পেয়ে গর্ববোধ করছেন রেলের প্রথম নারীচালক মরিয়ম আফিজা। তিনি জানান, দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। আজকের মেট্রোরেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এই যাত্রায় সঙ্গী ছিলেন, পুরো দেশবাসীর মত আমিও অনেক গর্ববোধ করছি।

তিনি আরও জানান, নারীরা দেশ চালাচ্ছে, ঘর চালাচ্ছে এখন কোন ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নেই। তারা প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন সবক্ষেত্রেই তাদের অবদান রাখছেন। তাই আমি মনে করি সব সেক্টরে নারীরা সমান ভাবে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয় বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এ পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।