ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ : গত চার দশকের মধ্যে এবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ ঠাণ্ডার মধ্যে বড়দিন পালিত হবে। কারণ গত সপ্তাহ থেকে দেশটিতে ভয়াবহ তুষারঝর দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। খবর বিবিসি
বর্তমানে যে হারে তুষারঝর চলছে তা বেড়ে গিয়ে শুক্রবার আর ভয়াবহ আকার ধারণ করতে পারে। যাকে বলা হচ্ছে “বোম সাইক্লোন”।
ইতোমধ্যে ৩৭টি রাজ্যের ৯ কোটি মানুষকে প্রচণ্ড ঠাণ্ডা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় ৮০ শতাংশ মানুষকে সাব-জিরো তাপমাত্রা সম্পর্কে সতর্ক করা হয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসও রয়েছে।
১৯৮০ সালের থেকে যুক্তরাষ্ট্রে এবারই ভয়াবহ ঠাণ্ডা পড়তে শুরু করেছে। আর এ ঠাণ্ডার মধ্যে অনুষ্ঠিত হবে বড়দিনের উৎসব। এছাড়া ফ্লোরিডা এবং সানসাইন রাজ্য গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডার মধ্যে বড়দিন উদযাপন করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, দেশের অনেক রাজ্যে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগি থেকে মাইনাস ৭০ ডিগ্রিতে পৌছতে পারে।
ক্যান্ডাসি এবং উত্তর ক্যারোলিনা রাজ্যে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাতে অনেক রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।