ওরা বিজয় দেখেনি, শুনেছে বিজয়ের গল্প
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ : ওরা বিজয় দেখেনি, শুনেছে বিজয়ের গল্প। পেয়েছে স্বাধীন দেশ আর লাল-সবুজ পতাকা। বলছি বর্তমান প্রজন্মের কথা। যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিজয়রথ তো ওদের হাতেই।
এই যে স্বাধীন দেশে মানুষের চলাচল, ব্যস্ততা, প্রজন্মের আড্ডা কিংবা কত শত অভিব্যক্তির মুখচ্ছবি। সবকিছুতেই লেপ্টে আছে বিজয়ের ছাপচিত্র। একাত্তরে যে বিজয় দিয়েছিল একটি দেশ, একটি মানচিত্র।
বিজয়ের মাসে সেই বিজয়েরই কেতন উড়ছে। যদিও বর্তমান প্রজন্মের কেউই দেখেনি তা। অথচ বিজয়ের পঞ্চাশে এসে তাদের কাঁধেই দায়ভার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।
প্রশ্ন ছিল সেই প্রজন্মের কাছে, একদিনের জন্য যদি সুযোগ পান রাষ্ট্রক্ষমতার মসনদে বসার, তবে কী করবেন সেই একদিনের প্রধানমন্ত্রী?
জবাবে নতুন প্রজন্মের একজন জানায়, একদিনের জন্য রাষ্ট্রক্ষমতা পেলে প্রথমে আমি শিক্ষায় গুরুত্ব দেব। অন্যজন আবার কাজ করতে চায় একবারে শুরু থেকে। যেখান থেকে বিকাশ শুরু হয়।
আবার কেউ কেউ বিষয়টিকে একবারে রূপকথার মতো মনে করেন। জানান, তিনি একদিনের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একেবারে রূপকথার মতো করে দেশটাকে সাজাতেন।
সবার ভেতরেই যেন বাংলাদেশের বসবাস। এই ৫৬ হাজার বর্গমাইলে গেঁথে আছে সাড়ে ১৬ কোটি মানুষে। নিজের ভেতরের আক্ষেপ কিংবা স্বপ্নটাকে সেই মানুষও ভাগ-বাটোয়ারা করল সরকারের সঙ্গে।
একদিনের জন্য রাষ্ট্রক্ষমতা বিষয়টা যদিও পুরোটাই রূপকথা। তবে এমন শত হাজার মিলে তো এই দেশটাও হয়ে উঠতে পারে রূপকথার মতোই সুন্দর।