খুলনায় গোপনে সংগঠিত হচ্ছে জামায়াত, পাল্টেছে কৌশল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ : খুলনায় প্রকাশ্য কর্মকাণ্ড কম থাকলেও গোপনে সংগঠিত হচ্ছে জামায়াতে ইসলামী। অনলাইন প্লাটফর্মে যোগাযোগ, স্বল্প পরিসরে কেন্দ্রীয় কর্মসূচি পালনের পাশাপাশি নিয়মিত কমিটি গঠন ও দলকে শক্তিশালী করতে নিয়মিত চলছে কার্যক্রম। বিশেষ করে চাপের মধ্যেও থেমে নেই তাদের কর্মী সংগ্রহ। বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছর মামলা ও নেতাকর্মী আটক তুলনামূলক কম হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে দলটি।

জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশল পরিবর্তন করেছে দলটি। এখন প্রকাশ্য কর্মকাণ্ডের তুলনায় গোপনীয়তার মধ্য দিয়েই চলে বেশিরভাগ কার্যক্রম। কেন্দ্রীয় কর্মসূচি পালন কিংবা দলীয় সভার বিষয়টি আগে থেকে জানানো হয় না গণামাধ্যমকে। মোবাইলের পরিবর্তে দলীয় কর্মসূচির বিষয়টি নেতাকর্মীদের জানানো হয় ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে। দলীয় সভাগুলো করা হয় জামায়াত নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠান অথবা দলের নেতাদের বাড়িতে।

এছাড়া সভা করা হয় স্বল্প সময়ের জন্য। দ্রুত সভা শেষ করে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা। নগরীর পরিচিত হোটেল-রেস্টুরেন্টে এখন আর কোনো প্রোগ্রাম আয়োজন করে না জামায়াত। আগের মতো এখন আর প্রেস বিজ্ঞপ্তিও পাঠানো হয় না গণামাধ্যমে।

তারা জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর খুলনায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে তুলনামূলক কম, আটকের সংখ্যাও তুলনামূলকভাবে কম। তবে বিএনপি নেতাকর্মীদের অনেকে বাড়ির বাইরে রাত্রিযাপন কিংবা পালিয়ে বেড়ালেও জামায়াতের বেশিরভাগ নেতাকর্মী নিজ নিজ বাড়িতেই থাকেন। সক্রিয় রয়েছে দলের নারী কর্মীরাও।

জামায়াতের তথ্য অনুয়ায়ী, নগরীতে চলতি বছর তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪/৫টি মামলা এবং বিভিন্ন মামলায় ১৫/২০ জন আটক হয়েছে। তবে জেলার নয় উপজেলায় কোনো মামলা হয়নি, তেমন কেউ আটকও হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর জামায়াত নেতা মাহফুজুর রহমানকে আমির ও জাহাঙ্গীর হোসাইন হেলালকে সেক্রেটারি করে মহানগর জামায়াতের ২০২৩-২৪ সালের কমিটি গঠন করা হয়। নগরীর থানায় থানায়ও রয়েছে দলটির হালনাগাদ কমিটি।

মহানগর জামায়াতের বিদায়ী আমির মাওলানা আবুল কালাম আজাদ সম্প্রতি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হয়েছেন। এছাড়া চলতি মাসে আবারও দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হয়েছেন খুলনার শিরোমনি এলাকার বাসিন্দা এবং খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এ ব্যাপারে মহানগর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচি পালন, সামাজিক কর্মকাণ্ড, শীতবস্ত্র বিতরণসহ বছর জুড়েই তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। সম্প্রতি ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্বাভাবিক পরিবেশ না থাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি যতটা সম্ভব করা যায় তা করছেন। আগে থেকে ঘোষণা দিয়ে তারা করতে পারছেন না। কোনো একটি স্থান নির্ধারণ করে সেখানে প্রোগ্রাম করে দ্রুত তারা স্থান ত্যাগ করেন। চাপের মধ্য দিয়েই তাদের চলতে হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কর্মী বাড়ানোর জন্য দাওয়াত দেওয়ার কার্যক্রম বছরজুড়েই চলমান রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও আছে।

এদিকে আগে জেলা জামায়াতের উত্তর ও দক্ষিণ কমিটি ছিল। বর্তমানে জেলায় একটি কমিটি এই কমিটির আমির হলেন ইমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।

জেলা জামায়াতের আমীর ইমরান হোসাইন বলেন, স্বাভাবিকভাবে দলীয় কর্মকাণ্ড করতে না পারলেও তারা সক্রিয় আছেন। সামাজিক কর্মকাণ্ড, অনলাইনে প্রোগ্রামের পাশাপাশি তারা কর্মী বাড়ানোর কাজ করছেন।

অন্যদিকে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মকাণ্ডও থেমে নেই। গত ৪ ডিসেম্বর মহানগর ছাত্র শিবির শীতবস্ত্র বিতরণ করে। শ্রমিক কল্যাণ ফেডারেশন গত ১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ এবং ৪ ডিসেম্বর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে।

এ ব্যাপারে মহানগর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান নাঈম বলেন, বর্তমানে মহানগর শিবিরের পূর্ণাঙ্গ কমিটি নেই তবে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি করা হবে। মহানগর পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর জেলা কমিটি করার প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি প্রোগ্রাম দিলে তা পালন করা হয়। এছাড়া কর্মী সংগ্রহ কার্যক্রমও চলমান আছে।