‘জয় বাংলা’ সিনেমা নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন মিতু (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ : বরেণ্য নির্মাতা কাজীয় হায়াৎ নির্মাণের মাধ্যমে অনেক আগেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এবার ‘জয় বাংলা’ সিনেমা নির্মাণের পরে কঠোর সমালোচনার শিকার হলেন এই নির্মাতা।

২০২০-২১ অর্থ বছরে ‘জয় বাংলা’ সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদান পায়। এরপর কলাকুশলীদের নিয়ে কাজ শুরু করেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাপ্পি চৌধুরী এবং নাবগত নায়িকা জাহারা মিতু।

আগামী ১৬ ডিসেম্বর সিনেমাটির মুক্তি উপলক্ষে এরই মধ্যে ট্রেলার ও পোস্টার প্রকাশ করা হয়েছে। কিন্তু ট্রেলার ও পোস্টার রিলিজ হওয়ার পরই কঠোর সমালোচনায় পড়তে হলো সিনেমাটিকে। সোশ্যালেসহ নানা মাধ্যমে মানহীন পোস্টার ও নির্মাণকে দোষারোপ করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার অভিনেতা-অভিনেত্রীদের নৈপুণ্য নিয়েও সমালোচনা করছেন। আবার সিনেমার মুক্তি ঘিরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বাপ্পি-মিতু অংশ নেয়নি প্রচারে। এ নিয়েও নেহায়েত কম চর্চা হচ্ছে না সোশ্যালে।

এবার সিনেমাটি নিয়ে হওয়া নানা সমালোচনা ও মন্তব্যের কড়া জবাব দিলেন নাবগত নায়িকা জাহারা মিতু। তিনি বলেন, এটা আসলে মসলাদ্বার কিংবা নাচ-গানে ভরপুর সিনেমা নয়। ইতিহাস নির্ভর সিনেমা। এসব সিনেমার বাঁধা ধরা কিছু দর্শক থাকে। সেদিক থেকে আমি বলব, যারাই দেখবেন ১৯৬৮ থেকে ১৯০৭১ সালের পটভূমি নিয়ে নির্মিত এই সিনেমাটি দেখে হয়তো বা হতাশ হবেন না। তবে অবশ্যই মাথায় এতটুকু নিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের যে প্রারম্ভিক ইতিহাস রয়েছে সেটা জানতে যাচ্ছি। এখন কেউ যদি কমার্শিয়াল সিনেমা দেখব এমন ভেবে সিনেমাটি দেখতে যান তাহলে হয়তো হতাশ হবেন।

মিতু বলেন, উপন্যাসকে যখন সিনেমায় রূপান্তর করা হয় তখন কিছু লিমিটেশনের ব্যাপার থাকে। যেমন এই উপন্যাসটি যেভাবে লেখা হয়েছে সেভাবেই সিনেমা নির্মাণের চেষ্টা করা হয়েছে। তার থেকে অতিরঞ্জিত কিছু করার সুযোগ ছিল না। আবার এটি হচ্ছে সরকারি অনুদানের সিনেমা। সেখানে বাজেট কিন্তু বড় বাধা। একই কাজ ৬৫ লাখ টাকায় করা হচ্ছে, সেই কাজটি যখন সাড়ে ৩ কোটি টাকায় করা হবে তখন দুটো কাজের কোয়ালিটি এক হবে না। তো আমি বলব যারা শুধু গল্পটা বুঝতে চান, গল্পের সঙ্গে এগিয়ে যেতে চান তারাই এই সিনেমা দেখে মজা পাবেন।

এই অভিনেত্রী অসুস্থ। টাইফয়েড জ্বরে আক্রান্ত তিনি। এই পরিস্থিতিতে তার বেড রেস্ট প্রয়োজন। এ কারণে সিনেমার শুটিং ও ডাবিং ক্যানসিল করেছেন উল্লেখ করে বলেন, আমরা আসলে আন্তরিক। আমাদের ওই স্কোপ করে দেয়া হোক, যাতে আমরা যতই অসুস্থ থাকি না কেন প্রযোজক-পরিচালকদের জন্য সবাই হাজির আছি। তারা আমাদের সেই ক্ষেত্র তৈরি করে দিক, কতটুকু দৌঁড়াতে হবে অসুস্থ শরীর নিয়ে তা করতে রাজি আছি।