‘গাড়িতে আগুন দিলে পিটিয়ে মারা হবে’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ : আগামী ১০ ডিসেম্বর কেউ গাড়িতে আগুন দিলে পিটিয়ে মারা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

১০ ডিসেম্বর বাস চলাচল নিয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে এক জরুরি সভা শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে ঢাকার বিভিন্ন কোম্পানির বাস মালিকরা অভিযোগ করেন, বাস পোড়ানোর কারণে আমাদের আগে অপূরণীয় ক্ষতি হয়েছে। পুনরায় সেই ঘটনা আমরা চাই না। ১০ তারিখ নিয়ে নগরবাসী আতঙ্কিত। তারমধ্যে আজ (বৃহস্পতিবার) থেকেই যাত্রী নেই। যাত্রী ছাড়া বাস চালিয়ে তেলের টাকা উঠবে না। এমন চলতে থাকলে আমরা ওইদিন বাস চালাতে চাই না।

বাস মালিকদের এমন বক্তব্যে এনায়েত উল্যাহ বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তজেলা রুটে গাড়ি চলবে। যাত্রী থাকুক আর না থাকুক, গাড়ি চলবে। কেউ যদি গাড়িতে আগুন দেয় তবে, তাদের পিটিয়ে মারা হবে। আর এর দায়িত্ব নেবে মালিক সমিত।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দেশের ৯টি বিভাগীয় শহরে সমাবেশ করে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে দলটির। সমাবেশের স্থান নিয়ে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা যেকোনো মাঠে করার কথা বলা হয়। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে আছে। এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনের মৃত্যু ও অনেকেই আহত হয়েছেন।

এরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাসহ অন্তত তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের পর থেকে নয়াপল্টন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।