ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্রিফিংকালে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ডিবি প্রধান অল্প সময়ের জন্য স্তব্ধ হয়ে জান।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্রিফিংকালে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার বলেন, ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশ হওয়ার কথা। ৭ ডিসেম্বর তারা রাস্তা বন্ধ করে বসে পরলেন। পুলিশ যখন বললেন রাস্তাটা আপনাদের বন্ধ করা ঠিক হচ্ছে না। তখন তারা পুলিশের উপর চরাও হয়। পরবর্তীতে ধাওয়া পাল্টার ধাওয়ার এক পর্যায়ে তারা শত শত ককটেল বিস্ফোরণ করলেন পুলিশের দিকে।
ব্রিফিংয়ে হারুন অর রশিদ বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল ছোড়ার কারণে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছি। তাদের কারো বিরুদ্ধে মামলা রয়েছে, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা গেছেন। এছাড়াও আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। সংঘর্ষের পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, অভিযানে ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।