১০ ডিসেম্বর জাতির উদ্দেশে নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে : ফখরুল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ : আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে। এ নিয়ে মনে কেউ দ্বিধা রাখবেন না। ১০ ডিসেম্বর জাতির উদ্দেশে নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে। সেই কর্মসূচি নিয়ে জনগণ মাঠে নেমে পড়বে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্স অব ব্লেমিং’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। রাজধানীর হোটেল লেকশোরে এ বৈঠকের আয়োজন করে বিএনপি।

তিনি বলেছেন, দেশের মানুষ জেগে উঠেছে, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। সরকার নার্ভাস হয়ে পড়েছে। সে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি করছে, যেন আমরা সমাবেশ করতে না পারি।

ফখরুল বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে। এ নিয়ে মনে কেউ দ্বিধা রাখবেন না। ১০ ডিসেম্বর জাতির উদ্দেশে নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে। সেই কর্মসূচি নিয়ে জনগণ মাঠে নেমে পড়বে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। যে জাতি স্বাধীনতা যুদ্ধ করে ছিল, মুক্তির জন্য আজ সেই জাতির কী করুণ পরিণতি।

বিএনপির মহাসচিব বলেন, সরকার সচেতনতার সঙ্গে বিদেশে টাকা পাচার করেছে। ব্যাংক লুটপাট করে ছারখার করে দিয়েছে। দেউলিয়ার পথে দেশ। মানুষ যেভাবে জেগে উঠেছে, তাতে আমাদের জয় হবেই। বিজয়ের পর আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে।

এছাড়া অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ, বেগম সেলিম রহমান,ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দীন,আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ,নিতাই রায় চৌধুরী,জয়নাল আবেদীন,শাহজাহান ওমর,আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, জয়নুল আবেদীন ফারুক,তাজমীর এস ইসলাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মজিবুর রহমান সরোয়ার, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি,সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।