যার গান শুনলে চোখে পানি চলে আসে তিনিই কি প্রশংসা করলেন : নিশীতা বড়ুয়া (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ : কিছুদিন আগে বাংলাদেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘মেইড ইন চিটাগং’ সিনেমা নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত। আর সেই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন ছোট ও বড়পর্দার নিয়মিত এবং জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষও।

সিনেমাটির জনপ্রিয়তার অন্যতম কারণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘ও কালাচাঁন গলার মালা, পেট ফুরেদ্দে তোঁয়ার লাই’ গানটি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া এবং ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া। পুরাতন এই গানটির নতুন করে সঙ্গীতায়জন করেছেন পার্থ বড়ুয়া।

গান এবং এর সঙ্গীতায়জন দারুণ ভাবে মুগ্ধ করেছে ওপার বাংলার জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী কবীর সুমনকে। তিনি তার সোশাল হ্যান্ডেলে লিখেছেন, ‘গানটির প্রযোজনার ধরণ আমায় দখল করে রেখেছে। থেকে থেকেই শুনছি। কতযুগ পরে একটা গান এমন কাণ্ড ঘটাচ্ছে আমার ভেতরে।’

তিনি আরও লিখেছেন, যতদূর জেনেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যবিভাগের শিক্ষার্থীরা গানটির সঙ্গে নেচেছেন। অক্টোবর থেকেই চাইছি বাংলাদেশে যেতে। যদি কিছু শিখতে পারি।

তিনি আক্ষেপ নিয়ে আরও লেখেন, ‘এই ভিডিওটি দেখে ক্ষেপে উঠেছে আমার ভেতরটা। চলে যেতে ইচ্ছে করছে। জীবনের শেষ দিকটা যদি বাংলাদেশে কিছু সময় কাটিয়ে আসতে পারতাম।’

এর প্রতিক্রিয়ায় গানটির শিল্পী নিশীতা বড়ুয়া ফেসবুকে লিখেছেন, ‘আমি আসলে স্বপ্নের দুনিয়াতে ভাসছি নাকি বাস্তবেই এসব হচ্ছে? যার গান শুনলে চোখে পানি চলে আসে তিনিই কি প্রশংসা করলেন! OMG! আজকে আর ঘুম হবেনা’

কিংবদন্তী শিল্পী কবীর সুমনের ফেসবুক পোস্টের বিষয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া কথা বলেছেন চ্যানেল 24 অনলাইনের সাথে।  তিনি এ বিষয়ে জানান, ‘আমি ব্যস্ত ছিলাম। পার্থদা আমাকে পোস্টের স্ক্রিনশট পাঠান। কারণ শ্রদ্ধেয় কবীর সুমনের আইডি লক করা। উনার বন্ধুতালিকার মানুষরাই আমাদের কাছে স্ক্রিনশট পাঠিয়েছেন। আমার যারা এই গানটার সাথে যুক্ত এটা আমাদের জন্য বিশাল এক অ্যাচিভমেন্ট। এমন গুণী মানুষের প্রশংসা পাওয়া সবসময় সম্ভব হয়না। উনার প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে’।

ফেসবুকে কবীর সুমন তার পোস্টের কমেন্টে নতুন সঙ্গীতায়জনের বিপক্ষে যারা বলেছেন তাদের কে সরাসরি জবাবও ‍দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে নিশীতা জানান, ‘তিনি আমাদের খারাপ সমালোচনাকারীদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।  আমরা প্রটেস্ট করতে পারছিনা, চুপ করে আছি। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল সবসময়। আইনত যেভাবে গান করা হয় সেই আইন মেনে গানটা করেছি। আমাদের হয়ে তিনি তির্যক মন্তব্যকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা অনেক বড় পাওনা।’

নিশীতা আরও জানান, ‘উনি আসলেই এভাবে বলতেই পারেন, অভিভাবক হিসেবে, উনি বললে মনে হয় কেউ একজন আমাদের হয়ে প্রটেস্ট করছেন’।

কবীর সুমনের বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘আমার জানা মতে উনি বেশ অসুস্থ। এই অবস্থায় বাংলাদেশে আসার চেয়ে ভারতেই ভালো চিকিৎসা মিলবে। আমাদের সবার চাওয়া উনি বাংলাদেশে আসার মতো সুস্থ হয়ে যাক। বাংলাদেশে আসলে আমরা খুব খুশি হবো’।

‘মেইড ইন চিটাগং’ সিনেমাটির প্রচারের ব্যাপারে নিশীতা বলেন, ‘ঢাকায় সিনেপ্লেক্সে দুই তারিখে মুক্তি পাবে সিনেমাটি। ঢাকা এবং নারায়নগঞ্জে যদি ভালো চলে তাহলে হল সংখ্যা বাড়তে পারে। দুই তারিখে এই সিনেমাটি দিয়ে চট্টগ্রামের সিনেপ্লেক্স উদ্বোধন হবে। আমরা ছোট ছোট করে আগাচ্ছি। দর্শকদের সাড়া পেলে দেশব্যাপী মুক্তি দেয়ার ব্যাপারে ভাবা হবে।’

উল্লেখ্য, বিঞ্জ এর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রযোজক হিসেবে আছেন এনামুল কবির সুজন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, পার্থ বড়ুয়া, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।