১৮ বছরের কিশোরীর সাথে ৮৫ বছরের বৃদ্ধের বিয়ে (ভিডিও)

SHARE

 ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুর প্রতিনিধি,মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ : ১৮ বছরের কিশোরিকে ৮৫ বছরের বৃদ্ধের সাথে বিয়ে। গণমাধ্যমে এমন সংবাদ প্রচারের পর তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। তবে চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানে উঠে এসেছে, তার বয়স ১৮ বছর ৯ মাস।

প্রতিবেশীরাও জানান, স্বেচ্ছায় ঐ বৃদ্ধকে বিয়ে করেছে শিউলি। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের সমালোচনা করেছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল। গেল শুক্রবার গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জামালপুরে ১২ বছরের শিশুকে জোর করে ৮৫ বছরের বৃদ্ধের সাথে বিয়ে।

বিষয়টি নজরে এনে স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। সেইসাথে রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে চ্যানেল টোয়েন্টিফোর। ঘটনাস্থল দেওয়ানগঞ্জের বড়য়াপাড়া গ্রামে তালাবদ্ধ পাওয়া যায় ভুক্তভোগীর বাড়ি। তবে কথা হয় বিয়ে হওয়া শিউলী পারভীনের বান্ধবী আর স্থানীয়দের সাথে।

তাদের কথার সত্যতা যাচাইয়ে বের করা হয় শিউলীর জন্মসনদ। দেখা যায় জন্ম তারিখ অনুযায়ী এ বছরই ১৮ পার হয়েছে তার। বিষয়টি এরইমধ্যে খতিয়ে দেখে বয়স বিবেচনায়ে এই বিয়েকে বৈধ বলছে পুলিশ। আর হাইকোর্টে তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়েই জমা দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় গণমাধ্যমের সমালোচনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান, যদি সালিসের মাধ্যমে বিয়ে হত তবে সেটি বেআইনি। তিনি তাগিদ দেন সংবাদ প্রচার করার আগে গণমাধ্যমকে আরও সচেতন হওয়ার।