ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২১ নভেম্বর ২০২২ :বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে খুনী ও যুদ্ধাপরাধীদের রাষ্ট্রক্ষমতায় বসানো হয়েছিল। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সরকার গঠন করার পর এখন আর কেউ মুক্তিযোদ্ধাদের অসম্মান ও অবহেলা করতে পারবে না।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে,পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সেনা,নৌ ও বিমানবাহিনীর সদস্যরা একযোগে আক্রমণ শুরু করেছিল ২১ নভেম্বর।তারপর থেকেই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সোমবার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদের শিখা অনির্বানে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে।
এরপর শিখা অনির্বানে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এসময় অভিবাদন জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ,নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষে সম্মিলিভাবে শিখা অনির্বানে ফুল দেন।
পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এসময় বলেন,৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলন্ঢিত করেছিল স্বাধীনতা বিরোধী শক্তি। তিনি বললেন, তার সরকারের নানা উদ্যোগের কারনে,মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরে এসেছে। বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে সবার সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী।