ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা,রোববার , ২০ নভেম্বর ২০২২ : শুধু দিনে নয়, এডিস মশা এখন রাতেও কামড়ায়। আর এ কারণে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও।
এক গবেষণায় ওঠে এসেছে এমন তথ্য। মশার আচরণগত পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক।
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার জানান, গবেষণার উদ্দেশ্য হচ্ছে যে প্রজাতির মশা বেশি রোগ ছাড়ায় সে প্রজাতির মশাগুলো কখন কামড়ায়, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহজে বলতে পারব এ প্রজাতির মশা কখন বেশি সক্রিয় থাকে তখন আমরা এ প্রজাতির মশা থেকে দূরে থাকতে পারব।
তিনি আরও জানান, আমরা জানি এডিস মশা খুব ধীরে কামড়ায় কিন্তু গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে, এডিস মশা রাতেও মানুষকে কামড়ায়।
তাই সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে ২৪ ঘণ্টাই সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
এদিকে আশংঙ্কাজনক ভাবে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু সংক্রমণ। ১৬ নভেম্বর পর্যন্ত এবছরে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৭৫৯ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩২ হাজার ৯৯৯ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৭৬০ জন আর ডেঙ্গুতে এখন পর্যন্ত সারাদেশে মোট মৃত্যু ২১৬ জনের।