ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহী প্রতিনিধি,শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ : রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নগরীর বর্ণালী এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এ হামলার ঘটনা ঘটে।
বিএমডিএ’র সিসি ক্যামেরায় দেখা যায়, বুলবুল হাবিব ও রুবেল সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কি না, সে সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করেন। এর কিছুক্ষণ পর বুলবুল হাবিব লাইভের প্রস্তুতি নেয়ার সময় আব্দুর রশীদের নির্দেশে জাহিদের নেতেৃত্বে কর্মচারীরা হামলা চালায়। এতে গুরুতর আহত হন ক্যামেরাপার্সন রুবেল ইসলাম ও বুলবুল হাবীব।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছে, রুবেলের কানের পর্দা ফেটেছে। কানের ভেতর রক্তক্ষরণ হচ্ছে।
এঘটনায় আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠনগুলো। বুলবুল হাবিব জানিয়েছে, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।