সিলেটে র‍্যাব পরিচয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ, আদালতে ভুক্তভোগী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেট প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ : দিনে-দুপুরে সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসীকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চেষ্টা করা হয় অপহরণের। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে, এ ঘটনায় পুলিশ বা র‍্যাবের সাহায্য না পেয়ে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী প্রবাসী।

গেল ১৭ অক্টোবর, সিলেট মহানগর আদালত পাড়ায় জমি নিয়ে মামলার শুনানি শেষে বাড়ি ফিরছিলেন যুক্তরাজ্য প্রবাসী আজিজুল মালিক চৌধুরী। এসময় র‍্যাব পরিচয়ে কয়েকজন অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

প্রবাসী আজিজুল মালিক চৌধুরী বলেন, জনগণ বলেছে না ওনাকে তোমরা নিতে পারবা না। ওনাকে এখান থেকে নিতে হলে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। না পেরে ওনারা পুলিশকে কল দিয়েছে।

এ ঘটনায় মামলা করতে চাইলে রাজি হয়নি মহানগর কোতয়ালি থানা। বাধ্য হয়ে আদালতের দ্বারস্ত হন এই প্রবাসী।

প্রবাসী আজিজুল মালিক চৌধুরী বলেন, আমি থানায় গিয়েছিলাম মামলা নেয়নি। ১৯, ২০, ২১ তারিখ আমি তিনদিনই কোতোয়ালি থানায় দৌড়েছি। অফিসার আমাকে বলেছে, আপনাকে একদিন বুঝাইয়া দিলাম আপনি কেন বারবার ডিস্টার্ব দিচ্ছেন।

এ বিষয়ে গা ছাড়া উত্তর দিয়ে তদন্ত কর্মকর্তা জানান, শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।

সিলেটের কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বাদীর নাম লেখা হচ্ছে আজিম আল চৌধুরী। আর আসামি করা হয়েন আব্দুর রাজ্জাক রাজন, তারেকুর রহমান রাফিসহ অজ্ঞাত ১০-১২ জন। বিষয়টা আমরা তদন্ত করে আসি তারপর বিস্তারিত জানাতে পারব।

ন্যায়বিচার পেতে আদালতের দিকে তাকিয়ে আছেন এই ভুক্তভোগী।