রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা, চিরুনি অভিযানে নেমেছে পুলিশ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার , ২২ অক্টোবর ২০২২ : রাজধানীর আসাদগেটে বুধবার (১৯ অক্টোবর) রাতে বাসে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর ঠিক দুদিন আগে মোহাম্মদপুরের লালমাটিয়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থী ও তার চাচাতো ভাই রিকশাযোগে বাসায় ফিরছেন। হঠাৎ তাদের পথরোধ করে দুই মোটরসাইকেল আরোহী। একটু পরেই তাদের সঙ্গে যোগ দেয় আরও দুইজন। মুহূর্তেই ছিনিয়ে নেয়া হয় ৪৫ হাজার টাকা। এসব ঘটনা ঘটার পর অনেকটা নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির তেজগাঁও বিভাগ পুলিশ কর্মকর্তা জানায়, এসব ঘটনা ঘটার পর চিরুনি অভিযানে নেমেছে পুলিশ। গেল তিনদিনে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেলসহ ছিনতাইকৃত অর্থ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্তরা।

পুলিশ কর্মকর্তা জানায়, আসাদগেট এলাকায় বাসে ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত তাদেরও চিহ্নিত করেছে পুলিশ। আগামী সাতদিন তেজগাঁও বিভাগের এ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।