মালয়েশিয়া যাওয়া কন্টেইনারে মরদেহ নিয়ে তোলপাড় (ভিডিও)

SHARE
CTG-Port

মালয়েশিয়া যাওয়া কন্টেইনারে মরদেহ নিয়ে তোলপাড়

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার , ১৯ অক্টোবর ২০২২ : চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়া একটি খালি কন্টেইনারে মানুষের মরদেহ পাওয়া নিয়ে চলছে তোলপাড়। তবে কন্টেইনার খালিই বের হয়েছে এমন দাবি বেসরকারি আইসিডির।

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মালয়েশিয়ার পেনাং বন্দর থেকে একটি খালি কন্টেইনার বের হবার সময় এর ভেতর এক ব্যক্তির মরদেহের অস্তিত্ব মেলে। কন্টেইনারটি গিয়েছিল চট্টগ্রাম থেকে। প্রিন্সিপল হয়ে শিপিং এজেন্টের কাছে এ ঘটনার খবর আসে সোমবার।

মালয়েশিয়ার পেনাং বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ মরদেহ পাওয়ার কথা জানালেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এখনো। বলা হচ্ছে, মরদেহটি বাংলাদেশ থেকেই গিয়েছে। যার তদন্ত করছে মালয়েশিয়া। তবে এখনো মরদেহের নাম পরিচয় মেলেনি।

গ্লোব লিন্ক অ্যাসোসিয়েটস লি. এর এমডি মইনুল হক চৌধুরী জানান, মালয়েশিয়া এখনও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই প্রকাশ করেনি। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজন হলে তারা বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করবে।

তথ্য বলছে, বিএম ডিপো থেকে ৪০ ফুট দীর্ঘ কন্টেইনারটি বন্দরের উদ্দেশে বের হয় ৪ অক্টোবর বিকেলে। ৬ অক্টোবর সকালে এনসিটি থেকে সোয়াসদি আটলান্টিক নামের একটি জাহাজযোগে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে কন্টেইনারটি। যা পেনাং বন্দরে পৌঁছে ৯ অক্টোবর।

ডিপো মালিকদের সংগঠন বিকডা বলছে, সার্ভে রিপোর্ট অনুযায়ী বিএম থেকে কন্টেইনারটি বের হয়েছে একেবারে খালিই। আর বন্দর কর্তৃপক্ষ জানায়, যাচাই-বাছাই করে দেখা হচ্ছে জেটিতে অবস্থানকালে কন্টেইনারে কেউ প্রবেশ করেছিল কি না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও চট্টগ্রাম থেকে যাওয়া কন্টেইনারে মানুষ পাওয়া ঘটনা ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি তৈরি করেছে ভাবমূর্তি সংকট।

বাফা’র সহসভাপতি খায়রুল আলম সুজন জানান, একজন আরেকজনের ওপর দোষ না চাপিয়ে আমাদের একটি সিদ্ধান্ত আসতে হবে, যারা এ কাজের তদারকির সঙ্গে জড়িত আছেন, তাদের কাজগুলো তারা সঠিকভাবে পালন করছেন কি।

এদিকে বন্দর থানা জানিয়েছে, ঘটনার সময় বন্দর থেকে কোন ব্যক্তির নিখোঁজের তথ্য তাদের কাছে নেই।