ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ মাসুম চৌধুরী সিনিয়র স্টাফ রিপোর্টার,শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর ছবি পোড়ানোর প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে শুক্রবার বিকালে কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপচে মানুষের ভীড়ে মানব বন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় কনিকাড়া গ্রামের প্রবীন মুরুব্বী সাবেক মেম্বার আলহাজ আলী আহাম্মদ এর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা এরশাদুল হকে পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও শিবপুর সুর সম্রাট আলা উদ্দিন খাঁ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক মোঃ সোহরাওয়ার্দ্দিন চৌধুরী, শিবপুর কলেজের সহকারী অধ্যাপক জাফর উল্লাহ, নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলি উল্লাহ, সাবেক মেম্বার মোর্শিদ মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজী নান্নু মিয়া, মোঃ রফিকুল ইসলাম, ৫ নং ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ সোহেল রানা, দ্বীন ইসলাম, বাতেন মিয়া, জিয়াউর রহমান জিয়া , হাজী সাত্তার মিয়া,কনিকাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন, মোঃ রহিছ মিয়া এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম প্রমুখ। প্রিন্টিং ও প্রেস মিডিয়ার অসংখ্য সাংবাদিক এর উপস্থিতিতে এবং কনিকাড়া গ্রামের ছাত্র যুবক, মুরব্বীসহ মানুষের উপস্থিতিতে বক্তারা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন বাঙালীর জাতির পিতার ছবি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় কবি ও সাহিত্যিকদের ছবি পোড়ানোর ৯ দিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসন একজন আসামীও গ্রেফতার করতে পারেনাই। প্রশাসনের প্রতি ইঙ্গিত করে তারা বলেন দ্রুত আসামীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। উল্লখ্য,১৫ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতকারী কতৃক বিদ্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবি রবীন্দ্রনাথঠাকুর, কবি নজরুল ইসলাম ও বেগম রোকেয়া ছবি সহ বিদ্যালয়ের মূল্যবান কাগজ পত্র পুড়িয়ে ফেলে। বক্তরা বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।