ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমেই এই খ্যাতি লাভ করেছেন। তবে তারকা খ্যাতি পেলেও নিজেকে কখনো তারকা কিংবা সেলিব্রেটি মনে করেন না বলে জানালেন জয়া আহসান।
রাজীব খানের সঞ্চালনায় চ্যানেল 24 ডিজিটালের আয়োজনে জনপ্রিয় অনুষ্ঠান ‘যত কথা’-তে অতিথি হয়ে এসে এ কথা বলেন অভিনেত্রী জয়া আহসান।
শুরুতেই জয়া আহসান বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেন। জানান, মুক্তি পেতে যাওয়া ‘বিউটি সার্কাস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বলেন, “শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিউটি সার্কাস মুক্তি পাচ্ছে। এ কারণে এখন এই সিনেমা ঘিরেই উত্তেজনা করছে আমাদের। দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। দর্শকদের বলব তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন।”
বর্তমানে অনেক অভিনেতা-অভিনেত্রীকেই ওয়েব সিরিজে কাজ করতে দেখা যায়। জয়া আহসানকে দর্শকরা কবে ওয়েবে দেখতে পাবেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওয়েব সিরিজে কাজ নিয়ে কথা চলছে। যদি খুব ভালো কিছু হয় তাহলে অবশ্যই করব। অভিনেত্রীর কাজ হচ্ছে অভিনয় করা। সেটা ওয়েব ফরমেটে কিংবা বড় পর্দা, যেখানেই হোক। যেখানে অভিনয়ের ক্ষিদে মিটবে সেই মাধ্যমেই কাজ করব।”
বাংলাদেশ ছাড়া কলকাতায়ও সমান জনপ্রিয়তা রয়েছে জয়া আহসানের। ভারতে ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘ক্রিসক্রস’ ও ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করেছেন। সেখানে টালিউড সুপারস্টার প্রসেনজিতসহ অনেক গুণী তারকাদের সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। ওপার বাংলায় কাজের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, “সেখানে কাজের অভিজ্ঞতা ভালো। আসলে যত বড় বড় শিল্পীদের সঙ্গে অভিনয় করা যায় তখন নিজেকে আরও ঋদ্ধ করা যায়। যেমন আমাদের বিউটি সার্কাস সিনেমায় অনেক গুণী শিল্পী রয়েছেন। তাদের অভিনয়ের দীর্ঘ জার্নি। অভিনয় করতে গেলে অবশ্যই কিছু জানা যায়।”
এই অভিনেত্রী আরও বলেন, “আমি তারকা নই। বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী। এর বাইরে আমি একেবারেই কিছু নই। তারকাও নই, সেলিব্রেটিও নয়, ভিন দেশেরও নই। আর আন্তর্জাতিক তো নয়ই। আমার কাছে আমি একজন সংস্কৃতি কর্মী।”
‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন এবিএম সুমন, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, মানিসা অর্চি প্রমুখ।