আগামীতে দেশের প্রধান রপ্তানিখাত হবে জাহাজ শিল্প (ভিডিও)

SHARE

আগামীতে দেশের প্রধান রপ্তানিখাত হবে জাহাজ শিল্প

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ ; সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। আগামী কয়েক বছরে দেশের প্রধান রপ্তানিখাত হবে জাহাজ শিল্প। ইতোমধ্যে এ শিল্প নাম লিখিয়েছে রপ্তানি বাজারেও।

তাই এ শিল্প আরও প্রসারিত হওয়ার সুযোগ দেখছেন স্বয়ং নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ জন্য সরকার ও নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে খাত সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিদেশি কোম্পানির কাছে দেশে তৈরি সর্ববৃহৎ নৌযান হস্তান্তর অনুষ্ঠানে উঠে আসে এমন কিছু সম্ভাবনার গল্প। জাহাজ রপ্তানির মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলে মন্তব্য করেন আলোচকরা। জানান, জাহাজ নির্মাণে বিশ্বে ১৩তম স্থানে আছে বাংলাদেশ।

অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের শিপিং ডিমার্টমেন্টে মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক বলেন, এ রপ্তানির মাধ্যমে বাংলাদেশে জাহাজ নির্মান শিল্পে পুনঃজাগরণ ঘটেছে। সেই সাথে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

জাহাজ নির্মাণ শিল্পকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। দেশে উৎপাদিত জাহাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সার্বিক অর্থনীতিতে বছরে ১৫ হাজার কোটি টাকার যোগান দেয় জাহাজ নির্মাণ শিল্প। ২০৪১ সালের মধ্যে এর আকার ১০০ হাজার কোটি টাকার ছাড়িয়ে যাওয়ার আশা উদ্যোক্তাদের।