পৌর নির্বাচনে বিএনপি হতাশ : খন্দকার মাহবুব

SHARE

1297পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বুধবার বিকেলে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনে (ইসি) দলের পক্ষ থেকে অভিযোগ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, সামগ্রিকভাবে আমরা হতাশাগ্রস্ত। কারণ এ নির্বাচনের আগে সরকার ও নির্বাচন কমিশন আমাদের যেভাবে আশ্বস্ত করেছিলো বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।

তিনি বলেন, আমরা অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশনকে অসহায় দেখেছি। মাঠ পর্যায়ে প্রশাসনিকভাবে তারা কতোটা শক্তিশালী সেটাই আমাদের প্রশ্ন।

তিনি আরো বলেন, আমরা কমিশনকে শতাধিক ভোটকেন্দ্র স্থগিতের তালিকা দিয়েছি এবং সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানিয়েছি। এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন- ব্যবস্থা নেবেন।

নির্বাচনের বিএনপি ছিলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে বলেও জানান তিনি।