ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শুক্রবার , ০২ সেপ্টেম্বর ২০২২ : গুণী নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর নামে ফেসবুকে ফেইক আইডি খুলে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি। অভিনয়ে সুযোগ দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিতেন তিনি। বাধ্য হয়ে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে মামলা করেন প্রকৃত সালাহউদ্দিন লাভলু। তার অভিযোগের প্রেক্ষিতে গত রাতে (৩১ আগস্ট) গ্রেপ্তার হয়েছেন ‘ভুয়া’ সালাহউদ্দিন লাভলু।
এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু গণমাধ্যমকে জানান, ‘আমার নাম ব্যবহার করে ফেসবুকে প্রতারণা করা হতো। সেই ভুয়া ব্যক্তি আমার আসল আইডি থেকে ছবি ও কাজের খবর নিয়ে ফেসবুকে প্রচার করত। এমনটা বহুদিন ধরেই চলছিল।’
তিনি আরও জানান, ‘বাধ্য হয়ে আমি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত লোকদের সঙ্গে আলোচনা করি। তারা মামলা করতে বলেন। ১০ থেকে ১২ দিন আগে মামলা করেছিলাম। গতকাল সেই ভুয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’
সালাহউদ্দিন লাভলুর ভাষ্য, ‘যারা এই ধরনের (প্রতারণা) কাজে যুক্ত, তাদের মূল টার্গেট মিডিয়ার প্রতিষ্ঠিত কারও নাম ব্যবহার করে নিজেদের সুবিধা আদায় করা। তাদের কারণে নিজেদের মানসম্মান নিয়েও অনেক ভয়ে থাকতে হয়। অবশেষে একটা আতঙ্ক থেকে বাঁচলাম।’
ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া সেই প্রতারকের নাম মো. মোখলেছুর রহমান। বয়স ২৬। তাকে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে।