মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই ফাতেমা হেসেখেলে বড় হচ্ছে ছোটমণি নিবাসে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার , ০২ সেপ্টেম্বর ২০২২ : রাজ্যের ঘুমে হাজার স্বপ্নের ঠাঁই নিষ্পাপ মুখখানি হঠাৎ হেসে কুটিকুটি সেই জগতেই। গত ১৬ জুলাই ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া ছোট্ট ফাতেমা পরম মমতায় বেড়ে উঠছে ঢাকার ছোটমনি নিবাসে। বাবা-মা ও বোনকে হারিয়ে এখানে প্রায় চল্লিশ জনের পরিবারে নতুন কুড়ি ফাতেমা।

ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক জুবলী বেগম রানু বলেন, ফাতেমা এখানে খুব স্বাভাবিক আছে। সে নিয়মিত খাওয়া-দাওয়া করছে, সময় মতো ঘুমাচ্ছে। নবজাতক শিশুদের লালন পালনের পর যেটি দেখেছি ওরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে ও ঘুম দেয় তাহলে বুঝে নিতে হবে তারা সুস্থ আছে। ফাতেমার দাদা প্রায় প্রতিদিনই ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে।

রাজ্যের ঘুমে হাজার স্বপ্নের ঠাঁই নিষ্পাপ মুখখানি হঠাৎ হেসে কুটিকুটি সেই জগতেই। গত ১৬ জুলাই ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া ছোট্ট ফাতেমা পরম মমতায় বেড়ে উঠছে ঢাকার ছোটমনি নিবাসে। বাবা-মা ও বোনকে হারিয়ে এখানে প্রায় চল্লিশ জনের পরিবারে নতুন কুড়ি ফাতেমা।

ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক জুবলী বেগম রানু বলেন, ফাতেমা এখানে খুব স্বাভাবিক আছে। সে নিয়মিত খাওয়া-দাওয়া করছে, সময় মতো ঘুমাচ্ছে। নবজাতক শিশুদের লালন পালনের পর যেটি দেখেছি ওরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে ও ঘুম দেয় তাহলে বুঝে নিতে হবে তারা সুস্থ আছে। ফাতেমার দাদা প্রায় প্রতিদিনই ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে।

রানু বলেন, এখানে আমরা ওদের যথেষ্ট আদর যত্ন করি। হেসেখেলে অন্যদের সঙ্গে ভালোই সময় পার করছে ওরা। তবে পরিবারে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষাও ওদের কাজ করে। মাঝে মাঝে জিজ্ঞেস করে খালামনি আমি বাসায় যাবো না।

প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। দেশের আইন অনুযায়ী কিছু শর্ত মেনে নির্দিষ্ট বয়সসীমার নিঃসন্তান দম্পতি চাইলে হতে পারেন তাদের যে কারো অভিভাবক।