ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার , ০১ সেপ্টেম্বর ২০২২ : অভিনেতা ইন্তেখাব দিনার। টেলিভিশন নাটক ও সিনেমার জনপ্রিয় মুখ। তবে বর্তমানে সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ওভার দ্যা টপ (ওটিটি) প্ল্যাটফর্মে তার অভিনীত ‘কারাগার’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। নতুন সিনেমা, ওটিটির কাজ ও এই প্ল্যাটফর্মের সম্ভাবনা নিয়ে ‘চ্যানেল 24 অনলাইন’র সঙ্গে কথা বলেছেন ইন্তেখাব দিনার। সাক্ষাৎকার নিয়েছেন শাহজাদা সেলিম রেজা—
➨ নাটকের শটে ছিলেন…
একটি টেলিভিশনের সিরিয়ালের শুটিং চলছে। তার শটে আমি। সিরিয়ালের নাম ‘আগুন পাখি’। হাসান আজিজুল হক স্যারের লেখা একটি উপন্যাস অবলম্বনে সাজানো সিরিয়ালটির গল্প-কাহিনি। একটা পরিবারের গল্প। পরিবারের প্রধান আমি। আমার চরিত্রের নাম হাসান। এখানে মূল চরিত্রে অভিনয় করছি।
➨ কারাগারে আপনার চরিত্র ব্যাপক প্রশংসিত। এখানে জড়ানোর গল্প জানতে চাই…
ডিরেক্টর যখন আমাকে গল্প শোনায় তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল। সেই সময়ই বুঝতে পেরেছিলাম ভালো একটা কাজ হতে যাচ্ছে। প্রশংসিত হবে এটাও বুঝতে পেরেছিলাম। কিন্তু এতটা প্রশংসিত হবে, দর্শকমহল এই পরিমাণ মুগ্ধ হবে তা ধারণাও করিনি কখনো। মুক্তির পর দর্শকের কাছে থেকে আমার প্রত্যাশার বেশি প্রতিক্রিয়া পাচ্ছি।
➨ কতটা চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি?
অবশ্যই চ্যালেঞ্জিং মনে হয়েছে। আমার কাছে একদমই নতুন চরিত্র। স্বাভাবিকভাবে প্রতিটি নাটক-সিনেমায় পৃথক পৃথক চরিত্র থাকে শিল্পীদের। সেদিক থেকে প্রতিটি চরিত্রই চ্যালেঞ্জের থাকে। ‘কারাগার’-এর চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে মুক্তির পর দর্শকের ভালোবাসায় এখন ভালোই লাগছে।
➨ কারাগারের দ্বিতীয় পর্ব কবে আসছে?
আমরা একসঙ্গেই দুটি পর্বের শুটিং শেষ করেছি। প্রথম পর্ব মাত্রই তো মুক্তি পেল। এখন দ্বিতীয় পর্ব কবে নাগাদ মুক্তি পাবে তা আমি সঠিকভাবে বলতে পারছি না। এটা প্রযোজক-পরিচালকই ভালো জানেন। তবে সম্ভবত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে। যদিও এ নিয়ে এখনো অফিশিয়ালি কোনো সিদ্ধান্ত আসেনি।
➨ মাঝে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি কেন?
পরিচালক-প্রযোজক হয় তো চ্যালেঞ্জ মনে করেছে। হয়তো তারা মনে করেছে আমি ভালো অভিনেতা না, এ কারণে আমাকে ডাকেনি। এছাড়াও অন্য কিছু ভেবেও না ডেকে থাকতে পারে। ঠিক নির্দিষ্ট কী বা কেন ডাকেনি আমায় তা তো আমি বলতে পারব না। তারাই ভালো বলতে পারবে।
➨ ভিউ দিয়ে বিচার করা কীভাবে দেখেন?
আমার কাছে মনে হচ্ছে, ওটিটিতে মানুষ টাকা খরচ করে দেখছে। এ কারণে ওটিটির ভিউয়ের মূল্য আমার কাছে অনেক বেশি ও গুরুত্বপূর্ণ। এটা ফ্রি কনটেন্ট না। এখানে কনটেন্ট ভালো না হলে টাকা খরচ করে কেউ দেখে না, দেখবেও না।
➨ অনেক ভালো নাটক আছে যেগুলো ইউটিউবে তেমন ভিউ নেই, এ নিয়ে কী বলবেন?
হ্যা, এমনটা হয়। অনেক ভালো নাটক রয়েছে কিন্তু তার ভিউ নেই। কিন্তু কেন ভিউ নেই, কেন দর্শক দেখছে না তা দর্শকই ভালো বলতে পারবে। হতে পারে দর্শকের মনের মতো কাজ হয়নি কিংবা কাজগুলো ভালো ছিল না। এমনটাও হতে পারে দর্শকের মতে আমার অভিনীত কাজগুলো মানহীন ছিল।
➨ বীরত্ব সিনেমা মুক্তির অপেক্ষায়, প্রত্যাশা কতটুকু?
এটা ফুল কমার্শিয়াল সিনেমা। একটি কমার্শিয়াল সিনেমায় যেসব উপাদান থাকে তার সবই রয়েছে এতে। এখানে নাচ-গান-অ্যাকশন-রোমান্স-ড্রামা সবই রয়েছে। আশা করি দর্শকের কাছে ভালো লাগবে সিনেমাটি।
➨ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেছেন। অভিজ্ঞতা কেমন?
এর আগে নাটকে খল চরিত্রে অভিনয় করেছি। তবে সিনেমায় এবারই প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করা আমার। আগে কখনো সিনেমায় এমন চরিত্রে কাজ করা হয়নি বিধায় এটাও এক প্রকার চ্যালেঞ্জিং ছিল। ‘বীরত্ব’ সিনেমায় একটা গেটআপ নিয়ে কাজ করতে হয়েছে। যাতে দেখতেও একটু ভিন্নতা রয়েছে। এখন মুক্তি পেলে বুঝতে পারব কেমন হয়েছে, দর্শক কীভাবে নিচ্ছে।
➨ ওটিটির সম্ভাবনা দেখছেন কেমন?
এখানে আসলে কোনো কিছু চাপিয়ে দেয়ার মতো থাকে না যে, ওই আর্টিস্টকে নিতে হবে, তাকে নিতেই হবে। এখানে স্বাধীনতা রয়েছে। গল্পের প্রয়োজনে যে কাউকেই নেয়া যেতে পারে। হোক সে পরিচিত তারকা কিংবা অপরিচিত কেউ। আমি মনে করি এখানে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে।
➨ কোনো প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে হয়?
আমি এখন পর্যন্ত কোনো সংকট বা প্রতিবন্ধকতা দেখিনি। এমনটা কখনো মনেও হয়নি আমার কাছে। সবে তো শুরু হলো। এ পর্যন্ত ভালোই দেখছি। আর শুরুটা অনেক ভালো হয়েছে, এতটুকু অন্তত বলতে পারি।