নচিকেতার ৫৮তম জন্মদিন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার , ০১ সেপ্টেম্বর ২০২২ : বাংলা জীবনমুখী গানের প্রসঙ্গ এলে যার নাম আসবেই তিনি হলেন নচিকেতা চক্রবর্তী। নব্বইয়ের দশকে তার গাওয়া একের পর এক শ্রোতাপ্রিয় গান আজও আবেদন হারায়নি। আজ ১ সেপ্টেম্বর। বহু স্মরণীয় গানের শিল্পী নচিকেতার ৫৮তম জন্মদিন।

নচিকেতার জন্ম ১৯৬৪ সালে। তার পৈতৃক বাড়ি বরিশালের ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে। পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্রচন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লিখতেন তিনি। সেই সঙ্গে নিজের মতো করে দিতেন সুর।

১৯৯৩ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। অভাবনীয় সাড়া ফেলেছিল অ্যালবামটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ পর্যন্ত বাংলা, হিন্দিসহ অন্যান্য ভাষায় সব মিলিয়ে ৩০০-এর বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন। একক অ্যালবাম ছাড়াও বেশ কিছু যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে খ্যাতি কুড়িয়েছেন।

 

 

১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মধ্যে দিয়ে প্রথম সঙ্গীত পরিচালনায় আত্মপ্রকাশ করেন নচিকেতা। এরপর বাকিটা ইতিহাস। তবে শুধু সঙ্গীতশিল্পী হিসেবে নয়। ‘কাটাকুটি’, ‘খেলাঘর’, ‘এই বেশ ভালো আছি’, ‘কে যায়’ ও ‘কুয়াশা যখন’ ইত্যাদি মিউজিক অ্যালবামে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। এরপর নচিকেতার ‘নীলাঞ্জনা’ কিংবা ‘রাজর্ষি’ সিরিজ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

তার জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘বৃদ্ধাশ্রম’, ‘একদিন ঝড় থেকে যাবে’, ‘অনির্বাণ’, ‘কুয়াশা যখন’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘ডাক্তার’ ইত্যাদি।