ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার , ২৪ আগস্ট ২০২২ : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ থেকে নতুন সময়সূচিতে চলছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়স্তশাসিত অফিস। নতুন সময়সূচি মেনে বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকেই অফিস করছেন চাকরিজীবীরা।
সকালে সচিবালয় ঘুরে দেখা যায়, নিয়ম মেনে সকাল ৮টায় উপস্থিত হয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয় প্রাঙ্গণে আগের মতোই রাখা আছে সারিসারি গাড়ি। তবে নতুন সময়সূচির প্রথমদিনেই আটটার অফিসে অনেকেই নয়টায় এসেছেন।
বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিসের নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানায়, সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস চলবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
এ ছাড়া ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের সব ব্যাংকের সময়সূচি সকাল নয়টা থেকে বেলা তিনটা। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কাজ করে বিকেল পাঁচটার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারী অফিস ছাড়বেন।
এদিকে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সরকারের নতুন সিদ্ধান্তে কর্মকর্তা কর্মচারীদের কাজের ক্ষেত্রে কোনো কমতি থাকবে না। জনগণকে সেবা দিতে কোনো ব্যত্যয় ঘটাবে না নতুন সময়সূচি। বরং কর্মঘণ্টা কমে যাওয়ায় বিদ্যুৎ জ্বালানির সাশ্রয় হবে বলেই জানান মন্ত্রী।