ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),শেরপুর সদর প্রতিনিধি,১৪ আগস্ট ২০২২ : নেই কোনো কারিগরি জ্ঞান, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াকালীন পরিবারে আর্থিক দীনতায় এগিয়ে যাওয়া হয়নি নাহিদের। ছোটবেলা থেকেই নতুন কিছুর প্রতি প্রচণ্ড আগ্রহী নাহিদ এক মাস দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মেধা খাটিয়ে পুরাতন একটি বাইসাইকেলকে মাত্র ১২ হাজার টাকা খরচ করে বানিয়েছেন মোটরসাইকেল। আর গাড়িটি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে এলাকাজুড়ে। এদিকে আর্থিক ও কারিগরিসহ সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামের আব্দুল মালেক ও নাজমুন্নাহার দম্পতির চার ছেলের মধ্যে সবার ছোট নাহিদ। সংসারে আর্থিক দীনতায় লেখাপড়া হয়ে না ওঠায় বাবার কাছ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য নিয়ে বাড়ির পাশেই রাস্তার ধারে গড়ে তোলেন অটোরিকশা গ্যারেজ। অটোরিকশা মেরামতের পাশাপাশি নতুন কিছু তৈরির স্বপ্ন দেখেন অষ্টম শ্রেণি পাস নাহিদ। যেই ভাবনা সেই কাজ। গত এক মাসে অক্লান্ত পরিশ্রম করে একটি পুরোনো বাইসাইকেলকে মাত্র ১২ হাজার টাকা খরচ করে বানিয়েছেন মোটরসাইকেল।