মানব পাচারকারীর খপ্পরে পরে ৮ বছর কারাভোগ, দেশে ফিরলেন ৫ যুবক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার , ১৩ আগস্ট ২০২২ : চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছয় যুবককে স্থলপথে কলকাতা নেয় মানব পাচারকারীরা। এর বিপরীতে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর অনুপ্রবেশের দায়ে টানা আট বছর তাঁরা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে তাঁদের মধ্যে পাঁচ যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে স্বজনদের হাতে তুলে দেওয়ার পর তারা রামুতে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এ পাঁচ ব্যক্তি হলেন, উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের উত্তর পাড়ার শফিউল আলম, আবদুল হামিদ, দক্ষিণ পাড়ার সোহেল রানা, পূর্ব তিতারপাড়ার নুরুল আজিম ও টেকপাড়ার মুহাম্মদ ইসমাঈল। তাঁদের সঙ্গে ভারতে যাওয়া মনজুর আলম নামের একজন বছর তিনেক আগে অসুস্থ হয়ে কারাগারে মারা যান।

স্বজনদের কাছে ফিরতে পেরে নুরুল আজিম বলেন, ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালচক্র তাঁদের ছয়জনকে পাচার করেছিল। দালালদের বিরুদ্ধে মামলা করবেন তাঁরা।

অনুপ্রবেশের দায়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছিল জানিয়ে শফিউল আলম বলেন, প্রায় আট বছর তাঁরা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন।