বন্যা থেকে বাঁচতে সুনামগঞ্জে ড্রামের উপর নির্মিত ভাসমান ঘর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সুনামগঞ্জ প্রতিনিধি, ৩ আগস্ট ২০২২ : ড্রামের উপর নির্মিত ভাসমান ঘর। যা বন্যাকালীন বিপদে আশ্রয় জোগাবে দুর্গতদের। সুনামগঞ্জে বিকল্প এই ভাসমান ঘরের পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালু করেছে প্রশাসন। পর্যায়ক্রমে গোটা নিম্নাঞ্চলে এমন ঘর নির্মাণের দাবি হাওরবাসীর।

ড্রামের উপর নির্মিত তিন রুমের এক ভাসমান ঘর। চাইলেই স্থানান্তর করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ।

সুনামগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিশ্বম্ভরপুরের অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যার ক্ষতি থেকে বাঁচতে করচার হাওরপাড়ে এক ভূমিহীন পরিবারকে ভাসমান এই ঘর দেয় প্রশাসন। উজানের পানির সঙ্গে যার মেঝেও সমানতালে উঁচুতে উঠবে। ক্ষতিগ্রস্ত হবে না ঘর কিংবা ভেতরের জিনিস।

পর্যায়ক্রমে নিম্নাঞ্চলে আরও ভাসমান ঘর নির্মাণের দাবি হাওরবাসির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, টেকসই ও পরিবেশসম্মত হলে ভবিষ্যতে ভাসমান ঘর নির্মাণের প্রকল্প হাতে নেয়া হবে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিদ-উর-রহিম জাদিদ বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে এই ঘরটা দেখে যাতে হাওর অঞ্চলবাসী বুঝে যে এমনটা করলে আমরা বন্যার পানি থেকে রক্ষা পেতে পারি।

এমন উদ্যোগকে সময় উপযোগী বলছেন সচেতন মহল।