ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বুধবার, ২৭ জুলাই ২০২২ : ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি…সাদা সাদা, কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে গানটি। তবে গান শুনে প্রাণ জুড়ালেও সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকের মন অস্থির হয়ে আছে। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সেই ‘হাওয়া’। আপাতত সিনেমাটির প্রচারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে ‘হাওয়া’ টিম।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টায় বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সিনেমার সবাই। ক্যাম্পাসে প্রচারণার দিনগুলোতে ‘হাওয়া’র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করছেন। গেয়েছেন মঞ্চে, নেচেছেনও তারা।
অনুষ্ঠানে মাঝে আরটিভি নিউজের সঙ্গে কথা বলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি ও নির্মাতা মেজবাউর রহমান সুমন।
চঞ্চল চৌধুরী বলেন, ‘এটা আসলে খুব আনন্দের সংবাদ। আমাদের হাওয়ার পোস্টার, ট্রেলার এবং গান রিলিজ হওয়ার পর যে পরিমান উন্মাদনা বাংলাদেশে তৈরি হয়েছে। এটা আসলেই আশাব্যাঞ্জক। এরকমটাই আমরা আশা করেছিলাম। সেটাই এখন ঘটছে। কিংবা অনেকটা আশার বেশি হয়েছে।
নাজিফা তুষি বলেন, ‘আগে অভিনয় করতে চাইতাম, কিন্তু আসলে জানতাম না একজন অভিনেত্রীর কি কি করতে হয়। অভিনয় করার জন্য জীবনবোধটা কেমন হওয়া উচিত, চরিত্রটা কীভাবে প্রেজেন্ট করা উচিত। আমার আসলে সত্যিটা বলতে গেলে সব কিছু শেখা হয়েছে এই সিনেমাটা করতে গিয়ে। এটা আমি বলতেই পারি হাওয়া থেকে আমার স্কুলিং হয়েছে।’
নিমার্তা মেজবাউর রহমান বলেন, ‘আমি বলতে চাই হাওয়া হচ্ছে আঞ্চলিক ছবি। আমি বিশ্বাস করি যেকোনো ছবি যদি অঞ্চলের না হয়ে ওঠে, সেটা আসলে বিশ্বের কাছে মেলে ধরার প্রশ্নই ওঠে না। তাই প্রথমে হচ্ছে অঞ্চলের হতে হবে, তারপরেই তো বিশ্বের কাছে যাবে। এ জন্য আমরা চেষ্টা করেছি আঞ্চলিক ছবিরে গল্প বলতে। ইতোমধ্যেই আমাদের একটা গান রিলিজ হয়েছে ‘সাদা সাদা কালা কালা’ সেটাও কিন্তু আমাদের লোকসংস্কৃতি নিয়েই। গানটি পুরো মানুষ গ্রহণ করেছে এটা আমাদের পুরো হাওয়া টিমের জন্য আনন্দের সংবাদ।
প্রসঙ্গত, সম্প্রতি সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাওয়ার আগ্রহের যে জোয়ার তৈরি হয়েছে, ‘হাওয়া’ আরও এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধা ও অভিজ্ঞরা। সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহ আরও বেগবান করতেই হাওয়ার প্রচারণা টিম ঘুরে ফিরছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ খুব শিগগিরই মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।