প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: বিএনপি নেতা আবু সাইদের বিরুদ্ধে মামলা

SHARE
Rajshasi-BNP-Leader

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহীর বাঘা প্রতিনিধি, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ : রাজশাহীর বাঘা উপজেলায় কর্মী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নামে মামলা করেছে মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবুল সরকার বাদী হয়ে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার পরবর্তী দিন ৯ আগস্ট নির্ধারণ করেছেন বিচারক। মামলায় আবু সাইদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার বলেন, রাজশাহীতে বিএনপির নেতারা হরহামেশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তারই ধারবাহিকতায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আমাদের নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই তার বিচারের জন্য আদালতে মামলা দায়ের করেছি। আশা করছি বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ জুলাই) জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড় এলাকায় পথসভার আয়োজন করে বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবু সাঈদ চাঁদ বলেন, ‘শেখ হাসিনা ৯০ বছরের বুড়ার কাছ থেকে তীলক (কপালে টিপ) নিয়ে এসেছিল। ৪০-৫০ বছরের মহিলা (শেখ হাসিনা) তখন তার স্বামী জীবিত ছিল। আর এই মহিলার পছন্দ হয় না তার (শেখ হাসিনা) স্বামীকে। আর তাই পশ্চিম বাংলার জ্যোতি বসুর কাছ থেকে ফোটা দিয়ে আসছিলো।’ এ সময় তিনি কোনো মানুষকে ভয় করেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

জিয়াউর রহমানই শেখ হাসিনাকে লন্ডন থেকে নিয়ে এসেছিল উল্লেখ করে চাঁদ বলেন, শেখ হাসিনাকে সেদিন জিয়াউর রহমান লন্ডন থেকে নিয়ে এসেছিল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির এ নেতার এমন কটূক্তির প্রতিবাদে চারঘাট-বাঘায় চাঁদকে অবাঞ্ছিতের পাশাপাশি বাঘা ও চারঘাট উপজেলায় বিএনপির দলীয় কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেয়া হয়। গত সোমবার (২৫ জুলাই) পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবিতে বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিল কর্মসূচি পালিত হয়েছে। একই দিন সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির এ নেতার শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।