ঋণ না নিয়েও খেলাপির তালিকায় শতাধিক কৃষকের নাম (ভিডিও)

SHARE
ঋণ না দিয়ে খেলাপির তালিকায় শতাধিক কৃষকের নাম

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজবাড়ি সদর উপজেলা প্রতিনিধি, রোববার, ২৪ জুলাই ২০২২ : ঋণ নেননি অথচ খেলাপির লাল তালিকায় উঠেছে নাম। রাজবাড়ি সদর উপজেলায় এমন জালিয়াতির শিকার শতাধিক কৃষক। তাদের দাবি, জমির খতিয়ান নথি ব্যবহার করে অপকর্ম করেছে একটি চক্র।

কৃষিকাজে যা মেলে তা দিয়েই চলে সংসার। কখনও যাননি ব্যাংকের আঙিনায়। অথচ ঋণ খেলাপির লাল তালিকায় এসেছে নাম।

এখন কি করবেন বুঝে পাচ্ছেন না রাজবাড়ীর গোবিন্দপুর গ্রামের তিন ভাই। তাদের ঋণের পরিমাণ ১ লাখ ১৫ হাজার টাকা। জানা গেছে, এমন লাল নোটিশ পেয়েছেন জেলার শতাধিক কৃষক।

সূত্র খুঁজতে মাঠে নেমে মেলে অনিয়মের ফিরিস্তি। জাতীয় পরিচয়পত্রে নাম ইউসুফ মণ্ডল। অথচ আইডি নম্বর ও ছবি মেলাতে গিয়ে মেলে খবির উদ্দিন শেখকে। বারেক শেখ নামের এনআইডি নম্বরে পাওয়া যায় শাহীন শেখকে। অনুসন্ধানে উঠে আসে এমন আরও অনেকের নাম।

ভুয়া পরিচয়ধারীদের মুখোমুখি হতেই পালিয়ে যান কেউ কেউ। পরে কথা হয় একজনের সঙ্গে। তার দাবি, ঘুষের বিনিময়ে ঋণ পাইয়ে দিয়েছেন কৃষি ব্যাংকের এক কর্মকর্তা।

কৃষি ব্যাংক রাজবাড়ী শাখার দাবি বিষয়গুলোর তদন্ত চলছে। কৃষি ব্যাংকের দেয়া তথ্যে, ঋণগুলো বিতরণ হয়েছে ২০১৫ সালে।