কুমিল্লায় ভাইরাল হওয়া জুয়েলের অস্ত্রটি থানায় জমা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা প্রতিনিধি,শনিবার, ১৬ জুলাই ২০২২ : গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে কুমিল্লার যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের অস্ত্রসহ ছবিটি। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। উদ্ভুত পরিস্থিতিতে অস্ত্রটি জেলার চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন জুয়েলের স্ত্রী ফারজানা হক।

এসময় অস্ত্রের লাইসেন্সেরও একটি ফটোকপি থানায় দাখিল করা হয়। তবে নেপথ্যের কারণ অনুসন্ধান করছে পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের উপর হামলার ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান আত্মরক্ষার্থে একটি বাড়িতে আশ্রয় নিলে তখন ওই বাড়িতে থাকা নারীদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।

এরপরই ঘটনার সঙ্গে জড়িত মনিরুজ্জামান জুয়েলের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর একটি ছবিতে দেখা যায়, জুয়েল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থানীয় একটি রেস্তোরাঁর সামনে এক হাতে অস্ত্র ধরে সিগারেট টানছেন। আরেকটি ছবিতে একই অস্ত্র হাতে দৌঁড়ে যেতে দেখা যায় তাকে।

ঘটনার সঙ্গে জড়িত জুয়েলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান হামলার শিকার শাহজালাল মজুমদার। তিনি অভিযোগ করেন, স্থানীয় এমপি’র আশ্রয়-প্রশ্রয়ে সে এসব ঘটনা ঘটেছে।

অস্ত্র থানায় জমার বিষয়টি স্বীকার করে ভিন্নতর কোনো বিষয় অনুসন্ধানে বেরিয়ে আসলে আইনগত পদক্ষেপ নেয়ার আশ্বাস পুলিশের।