ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নেত্রকোনো প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ : নেত্রকোনোয় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এ বিষয়ে তৎপর না হওয়ায় রাতারাতি অবৈধ দখল হচ্ছে।
সরকারি খোলা জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে নেত্রকোনায়। জেলার লেংগুরা বাজারের মহিলা মার্কেটের সামনে এখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দৌরাত্ম।
রাতের আঁধারে যত্রতত্র দখলে অকেজো সরকারী মহিলা মার্কেট। এতে স্থানীয় বাজারের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, শুক্রবার খোলা জায়গা দেখেছি। আজ এসে দেখি খালি নেই, ঘর তোলা হয়েছে। কেউ বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকান তুলেছেন এখানে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বারবার উচ্ছেদ করেও লাভ হচ্ছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। তবে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
ইউপি সদস্য বলেন, দুইবার ভাঙার পরে এখানে কীভাবে ২৫টি দোকান হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, এভাবে মার্কেট গড়ার কোনো অনুমতি দেয়া হয়নি। বেআইনিভাবে তারা মার্কেট করেছে। এ বিষয়ে ইউএনও তাদের আবার নোটিশ দেবে, আগামী সাত দিনের মধ্যে সব সরিয়ে ফেলার জন্য। আর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দ্রুতই অবৈধ স্থাপনা দখলমুক্ত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।