ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১২ জুন ২০২২ : ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দিন – দ্য ডে’। তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এই সিনেমাটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে। এদিকে সিনেমাটি নির্মাণে শত কোটি টাকা খরচের বিষয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে কথা বলেছেন অনন্ত জলিল।
প্রতি সপ্তাহে প্রচারিত শোবিজের বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে ‘কালারস 24’ অনুষ্ঠানটি এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শাহরিন জেবিনের সঞ্চালনায় এই আয়োজনের ৭৯তম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। সেখানে সিনেমার বিষয়ে এ কথা বলেছেন তারা।
অনন্ত জলিল বলেন, সিনেমাটির প্রকাশ হওয়া ট্রেলারটি যখন করা হয়েছে তখন সিনেমার ৪০ ভাগ সম্পন্ন হয়েছে। আর দিন – দ্য ডে সিনেমার বাজেট নিয়ে যেটা বলব, বাংলাদেশে সিনেমাটির যে শুটিং হয়েছে তার খরচ আমি দিয়েছি। দেশের বাইরে শুটিংয়ে যে খরচ হয়েছে তা দিয়েছে ইরান।
চিত্রনায়ক অনন্ত জলিল আরও বলেন, এই সিনেমাতে ইরানের যে বিনিয়োগ— এ বিষয়ে আমি আগেও বলেছি এখনো বলি, এখানে তাদের একশ’ কোটিরও বেশি ইনভেস্ট আছে।
তিনি বলেন, সিনেমায় বর্ষা ইরান ও আফগানিস্তান দুই দেশেই শুটিং করেছে। ইরানে শুটিংয়ের এক সময় তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে ছিল। আবার এক সময় তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এ কারণে শুটিংয়ে আমাদের অনেক বিরতি নেয়া হয়েছে। একদিকে ঠান্ডার জন্য শুটিং করা যাচ্ছে না। ১৭ দিন শুটিং করে বন্ধ করে দেই। এ জন্য গরমের শুটিংয়ের পর সেখান থেকে একটা ট্রেলার প্রকাশ করি।
অনন্ত জলিল আরও বলেন, আমাদের স্টুডেন্টরা, যারা আমাদের সঙ্গে কাজ করেছে তারা একটি ট্রেলার তৈরি করে। সেটা আমাদের দেশ থেকে তৈরি করা। ফাইটার প্লেন থেকে বোমা বের হয়ে পানির মধ্যে পড়ে এবং সেখান থেকে ‘দিন – দ্য ডে’ লেখা উঠে। যেটা নিয়ে মানুষ অনেক কথা বলছে। মূলত ওটা সিনেমার কিছু ছিল না। আমাদের স্টুডেন্টরা তৈরি করেছিল। গত বছরের ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে কেবল দেখানোর জন্য তৈরি করেছিল তারা।