‘উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ কথাটির সঙ্গে দারুণ মিল কুমিল্লা সিটির (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা প্রতিনিধি,শুক্রবার, ১০ জুন ২০২২ : কুমিল্লা সিটি করপোরেশনে আর কয়েকদিন পরেই নির্বাচন। তাই প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে নগরীতে রয়েছে নানা সমস্যা ও অভিযোগ।

উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট এই কথাটির সঙ্গে দারুণ মিল রয়েছে কুমিল্লা শহরের। পাখির চোখে পরিপাটি শহরটি যেন আবর্জনার এক ভাগাড়। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করে না সিটি করপোরেশন। সঙ্গে জলাবদ্ধতা একে করে তুলেছে বাস অযোগ্য। নগরীর ৭ ও ২৭ নম্বর ওয়ার্ডে এই জলজটের সমস্যা সবচেয়ে বেশি।

ভোটারদের অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও পরে সেটি পূরণে আগ্রহ থাকে না জনপ্রতিনিধির। তাই শুধু আশ্বাসে নয়, বাস্তবে সমস্যা নিরসনে যিনি কাজ করবেন- এমন নগরপিতার খোঁজে ভোটাররা।

স্থানীয়রা জানায়, ভোট আসলে তারা খালা, বোন ডেকে যায়, ভোট চলে গেলে কাজের কাজ কিছুই করে না। এখানে মানবসেবা বলতে কিছুই নেই, যা এখন ব্যবসায় পরিণত হয়েছে। আর হুমকি-ধমকির ভয়ে ভালো মানুষগুলো নির্বাচনে আসে না।

কুমিল্লাতে সিটি নির্বাচনে ভোট হবে আগামী ১৫ জুন।