ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ৩০ মে ২০২২ : দীর্ঘদিন ধরেই হৃদয়ের গহীনে পবিত্র হজ পালনের স্বপ্ন পুষে রেখেছিলেন ভারতের এক মুসলিম দম্পতি। থাকেন কেরালা রাজ্যের পদ্মা নদী তীরবর্তী মন্দিরের শহর আরানমুলায়। পবিত্র হজে যাওয়ার খরচ জোগাতে পৈতৃক সম্পত্তিও বিক্রি করতে চেয়েছিলেন ওই জেসমিন-হানিফা দম্পতি।
কিন্তু গৃহহীন প্রতিবেশীর কষ্ট দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন তারা। ৩০ বছর আগে বিয়ে করা এই দম্পতি হজের খরচের জন্য রাখা সম্পত্তি দান করে দিলেন গৃহহীনদের জন্য। গৃহহীনদের বাড়ি দেয়ার জন্য রাজ্য সরকারের নেয়া ‘লাইফ মিশন’ প্রকল্পে পৈতৃক সম্পত্তির ২৮ শতাংশই দিয়ে দিয়েছেন তারা।
জনপ্রিয় ভারতীয় দৈনিক সিয়াসত ডেইলির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, পাশেই ভাড়া থাকা ভূমিহীন এক প্রতিবেশীর পরিবারের সদস্যের মৃত্যুর পর জানাজা ও কবর দেয়ার অবর্ণনীয় কষ্ট দেখেই এ সিদ্ধান্ত নেন তারা।
বার্তা সংস্থা পিটিআইকে হানিফা বলেন, পবিত্র হজে যাওয়ার জন্য আমরা জমি বিক্রির পরিকল্পনা করছিলাম। কিন্তু গেল কয়েকমাসে কয়েকটি পরিবারের সম্পত্তি না থাকার কারণে জানাজা করতে ও কবর দিতে না পারার যন্ত্রণা আমাদেরকে হজ নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করে।
তিনি আরও জানান, সম্প্রতি তার এলাকায় এক ব্যক্তি মারা যাওয়ার পর একজন সম্প্রদায়ের নেতা জানাজা ও কবর দেয়ার জন্য নিজের জমি ওই পরিবারকে দান করেন।
হানিফা বলেন, এই ঘটনার পর, আমরা হজে যাওয়ার পরিবর্তে অভাবীদের সাহায্য করার জন্য জমি দান করার সিদ্ধান্ত নিয়েছি।
স্থানীয় স্ব-সরকার মন্ত্রী এম ভি গোবিন্দন ওই দম্পতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সমাজের জন্য একটি অনুপ্রেরণা। এই দম্পতি সমাজের অগ্রযাত্রার অনুপ্রেরণা যা প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ‘হানিফা এবং জেসমিনের মতো লোকেরা মানবতার উদাহরণ স্থাপন করেছে। তারা সমাজের জন্য রোল মডেল।’
স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ রোববার ৫৭ বছর বয়সী হানিফার বাড়িতে যান এবং আরানমুলা গ্রাম পঞ্চায়েতের পক্ষে তাদের কাছ থেকে লাইফ মিশনের জন্য সম্পত্তি হস্তান্তরের চুক্তি গ্রহণ করেন।
লাইফ মিশনে দান করা জমিটির মালিকানা ৪৮ বছরের জেসমিনের নামে ছিল বলেও জানিয়েছেন মন্ত্রী গোবিন্দন। তিনি আশা করেন, আরও লোকেরা দরিদ্রদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে এবং এই দম্পতির কাছ থেকে অনুপ্রেরণা নেবে।