বিএনপি ভুল কাজ করেছে, বললেন জাফরুল্লাহ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ২৯ মে ২০২২ : একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে না যাওয়ায় বিএনপির সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি ভুল করে করেছে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদনের শেষে তিনি একথা জানান।

জাফরুল্লাহ চৌধুরী  বলেন, উনার (গাফফার চৌধুরী) একটি দলীয় মত ছিল, তাই বলে উনাকে সম্মান জানাতে আসবো না এটা হয় না। তারা (বিএনপি) ভুল কাজ করেছে।

তবে, সম্প্রতি ছাত্রলীগ-ছাত্রদলের যে মারপিটটা এটা একটা বিষয় হতে পারে, তবে তাদের আসা উচিত ছিলো। এটা তাদের দৈন্যতা বলেও পরিহাস করেন তিনি।

আব্দুল গাফফার চৌধুরীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর অবদান অনস্বীকার্য। উনি সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে, কাজের মাধ্যমে জাতিকে সমৃদ্ধ করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আমরা উনাকে সম্মান জানাই। উনার সৃষ্টির জন্য, কাজের জন্য উনি বেঁচে থাকবেন।