চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৭৪

SHARE

1224চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৭৪ জন আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। জেলা পুলিশের একাধিক বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন এবং সাজা পরোয়ানামূলে ৬৮ জন আসামি রয়েছে।